ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

বই মেলায় আবু আলীর ‘পুঁজিবাজারের প্রাথমিক ধারণা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
বই মেলায় আবু আলীর ‘পুঁজিবাজারের প্রাথমিক ধারণা’ আবু আলীর বই ‘পুঁজিবাজারের প্রাথমিক ধারণা’

ঢাকা: এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে আবু আলীর ‘পুঁজিবাজারের প্রাথমিক ধারণা’।

পুঁজিবাজারে কখন এবং কীভাবে বিনিয়োগ করবেন। কীভাবে চিনবেন ভালো-মন্দ শেয়ার? কোন শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন।

এসব বিষয় নিয়ে আবু আলীর লেখা একটি তথ্য নির্ভর বই।
 
বইটি পাওয়া যাচ্ছে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৪০২ নম্বর জ্যোতি প্রকাশের স্টলে।

এছাড়া বাংলা একাডেমি চত্বরের ৬৭ নম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে এবং ৬৮ নম্বর গোল্ডেন বাংলাদেশের স্টলে পাওয়া যাচ্ছে এ বই। পাশাপাশি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনেও বইটি পাওয়া যাচ্ছে।

সাধারণ মানুষ কীভাবে শেয়ারবাজারে ব্যবসা শুরু করবেন সে বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এ বইয়ে।
 
বইটিতে বলা হয়েছে, শেয়ার ব্যবসার শুরুতে বেনিফিসিয়ারি ওনার (বিও) হিসাব দরকার। বিও হিসাব খুলতে হলে প্রথমে ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে হবে। এরপর সেই ব্যাংক হিসাবের বিপরীতে সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর অধীনে বিও অ্যাকাউন্ট খোলা যায়।
 
সঞ্চয়ী হিসাব খোলার পর বিও হিসাব খুলতে মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসে যেতে হয়। বিও অ্যাকাউন্ট খোলার পর একজন বিনিয়োগকারী প্রাইমারি ও সেকেন্ডারি উভয় মার্কেটে শেয়ার ব্যবসা করতে পারেন। বইটির মূল্য ১২০ টাকা। মেলা উপলক্ষে ২৫ শতাংশ কমে ৯০ টাকায় পাওয়া যাচ্ছে বইটি।
 
লেখক দীর্ঘ এক যুগ ধরে পুঁজিবাজার রিপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি দেশের একটি জাতীয় দৈনিকে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।
 
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।