ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বইমেলা

শাওনের বয়ানে হুমায়ূন, আসছে বইমেলায়

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
শাওনের বয়ানে হুমায়ূন, আসছে বইমেলায় হুমায়ূন আহমেদ ও মেহের আফরোজ শাওন/ ছবি: সংগৃহীত

হুমায়ূনের ‘বায়োপিক’ চলচ্চিত্র ‘ডুব’ নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার বইমেলায় আসছে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনী নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক বই। হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের সাক্ষাৎকারে বইটি লিখছেন কবি শোয়েব সর্বনাম।

বইটি হুমায়ূন আহমেদের জীবনের নানান অপ্রকাশিত ঘটনা নিয়ে সাজানো হয়েছে। বইটি প্রসঙ্গে অভিনেত্রী মেহের আফরোজ শাওন বলেছেন, বইটির লেখকের সঙ্গে হুমায়ূন আহমেদের অনেক অজানা কাহিনী নিয়ে খোলামেলা আলাপ হয়েছে।

এ ব্যাপারে কবি শোয়েব সর্বনাম বলেন, হুমায়ূনের জীবনে প্রেম, সম্পর্ক ও অনেক আলোচিত বিষয় নিয়ে খোলাখুলি আলাপ করেছেন শাওন, যা পাঠকদের আগ্রহের খোরাক জোগাবে।

পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ চলচ্চিত্র হুমায়ূনের ‘জীবনী নির্ভর’- এ বিতর্ক এখনও অমীমাংসিত। ‘এটি হুমায়ূনের বায়োপিক, এর মধ্যে হুমায়ূনকে ছোট করা হয়েছে’, দাবি করে শাওন ছবিটি বন্ধের দাবি জানিয়েছিলেন।

পরে কিছুটা সেন্সরের কাচিতে কাটা পড়ে মুক্তি পায় ‘ডুব’। ছবিটি মুক্তির মাস দুয়েকের মধ্যেই হুমায়ূনের ‘অজানা অধ্যায়’ নিয়ে বই প্রকাশের খবর এলো।

২০১৮ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।