ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলা শুধু মেলা নয়, মিলনমেলাও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
বইমেলা শুধু মেলা নয়, মিলনমেলাও মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল/ছবি: দীপু-বাংলানিউজ

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলাকে সবার মিলনমেলা হিসেবে অভিহিত করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলায় উদয় হাকিমের 'সুন্দরী জেলে কন্যা ও রহস্যময় গুহা' গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন করেন মন্ত্রী।

একই সময় ধারাভাষ্যকার চৌধুরী জাফরউল্লাহ শরাফতের 'আমি চৌধুরী জাফরউল্লাহ শরাফত বলছি' বইটিরও মোড়ক উন্মোচন করা হয়।

মুস্তফা কামাল বলেন, বইমেলা আসলে একটি মেলা নয়। এটিকে আমরা এখন মেলা হিসেবে দেখছি না। এখন সবার জন্য মিলনমেলা। বিশেষ করে আমাদের ইতিহাস, আমাদের নিজেদের সম্পর্কে জানা এবং আগামী প্রজন্মের সঙ্গে নাড়ির যে বন্ধন, সেই বন্ধনকে আরও মজবুত করা, শক্তশালী করার একটি মূল জায়গা এই বইমেলা।

এর আগে সাংবাদিক আনিস আলমগীরের 'ধর্ম নিয়ে ব্যবসা' বইয়ের মোড়ক উন্মোচনকালে অধ্যাপক গোলাম রহমান বলেন, যদি মানুষের মনের মধ্যে চেতনা কাজ করে। স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক একটি সমাজ ব্যবস্থা কায়েম করার চেতনা যখন একজন মানুষের মনের মধ্যে থাকবে, তখন সে নিশ্চয়ই সত্যিকার অর্থেই প্রকৃত মানুষ হিসেবে তার যেকোনো কাজ করবে।


বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৭
এমএইচকে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।