ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

মেলায় তৃতীয় সপ্তাহের নতুন বই

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
মেলায় তৃতীয় সপ্তাহের নতুন বই ছবি: দীপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই আসছে নতুন বই। অসংখ্য বইয়ের মধ্যে পাঠক খোঁজেন তার পছন্দের বই।

তৃতীয় সপ্তাহে মেলায় আসা উল্লেখযোগ্য একগুচ্ছ নতুন বইয়ের মধ্যে হয়ত পেতে পারেন আপনার পছন্দেরটি।
 
প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা
রচনাবলী- আবুল মাল আবদুল মুহিত, উৎস প্রকাশন। পৃথিবীর চোখে খুব জল-মহাদেব সাহা, উত্তরণ প্রকাশনী। কালো বাতাসের কান্না ও অন্যান্য গল্প- অজিত কৌরের সম্পাদনায় সেলিনা হোসেন ও রুবানা হক, মাওলা প্রকাশনী। জানা-অজানার বিচিত্র বিশ্ব-আলী ইমাম, অনন্যা। আহমদ শরীফ রচনাবলী ৯, ১০- ড. পৃথিলা নাজনীন নীলিমা, আগামী প্রকাশনী। বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস ১৯৭২ থেকে ২০০০- ড. মোহাম্মদ হাননান, আগামী প্রকাশনী। বাংলাদেশের মুক্তিসংগ্রাম বঙ্গবন্ধু শেখ মুজিবের ঐতিহাসিক দলিল- মোনায়েম সরকার, আগামী প্রকাশনী। শহীদ মিনার- রফিকুল ইসলাম, আগামী প্রকাশনী।

গল্প-উপন্যাস
অন্য জীবন- মুহম্মদ জাফার ইকবাল, অনুপম প্রকাশনী। মিহিরুণের বন্ধুরা- সেলিনা হোসেন, শামীম পাবলিশার্স। চাঁদের পাহাড়- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গদ্যপদ্য। সেই আমি নই আমি- হরিশংকর জলদাস, প্রথমা প্রকাশন। ছোট সবুজ মানুষ-ইমদাদুল হক মিলন, অনন্যা। মা করেছে বারণ-পাঞ্জেরী পাবলিকেশন। দুই বন্ধু কলম আর পেন্সিল- আনিসুল হক, চন্দ্রদীপ। ১৯৭১ অবরম্নদ্ধ দেশে প্রতিরোধ- মুনতাসীর মামুন, অনন্যা। সেরা দশ গল্প- ইমদাদুল হক মিলন, অন্যপ্রকাশ। চার দরবেশের কাহিনী- আমির খসরম্ন, সমাচার। দুখু- মোহিত কামাল, অনিন্দ্য প্রকাশ। গৃহী-মাসুদ আহমেদ, মাওলা ব্রাদার্স। এই নগরের পথে- আবুল ফাতাহ, আদী প্রকাশন। বেনামী- দেবব্রত ভৌমিক, বর্ষাদুপুর। পথের পাঁচালী-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রচনা প্রকাশ। ছায়া সিমি- মোহাম্মদ অয়েজুল হক, বইঘর। একজন আমলা-কবির উপাখ্যান-শাহাবুদ্দীন নাগরী, অন্যপ্রকাশ। জোতদার, আদিবাসী ও দুর্ভিৰের গল্প-হাসান আজিজুল হক, দেশ পাবলিকেশন্স। লাল চায়ের নিমন্ত্রনে-রাহাত রাস্টিত্ম, কাকলী প্রকাশনী। দূর নক্ষত্রের গল্প- তপন দেবনাথ, ইত্যাদি গ্রন্থ প্রকাশ। শ্রেষ্ঠ গল্প- প্রেমেন্দ্র মিত্র, মাটিগন্ধা। প্রেমিকার প্রেমে পড়েছি- রণজিৎ সরকার, শব্দশৈলী।
 
কবিতা
হাতে অমৃতকুম্ভ, পান করি বিষ-মহাদেব সাহা, অনন্যা। কবিকে নিয়ে কবিতা- পিয়াস মজিদ, সময় প্রকাশন। কর্কট রাশির কবিতা - মিজানুর রহমান বেলাল, কবি। মেঘ নিয়ে বাড়ি ফেরা- সোহরাব পাশা, দি রয়েল পাবলিশার্স। কুঠুরির স্বর- তুষার কবির, অনিন্দ্য প্রকাশ। নির্বাচিত ১০০ ছড়া- হাসান হাফিজ, সময় প্রকাশন। নীলদুয়ারী-রুহুল ফরাজী, ভাষাচিত্র। নিশিরোদ-ওয়াহিদ বিন সিরাজ, পাললিক সৌরভ। সিদ্ধ ধানের ওম- পোলিয়ার ওয়াহিদ,  দোয়েল প্রকাশনী। ঠন ঠনাঠন ঠন- পাশা মোস্তফা কামাল,  বাংলা প্রকাশ। কবিকে নিয়ে কবিতা- পিয়াস মজিদ, সময় প্রকাশন। মর্গের ঠাণ্ডায় হিম আমার শহর- অলক মিত্র, মুক্তদেশ প্রকাশন। এলদোরাদো- রওশন আরা মুক্তা, ঐতিহ্য। আয় আয় চৈ চৈ-মানিক মোহাম্মদ রাজ্জাক, স্বরবৃত্ত প্রকাশন। একাত্তরের ছড়া ও কবিতা- মোহাম্মদ জিলস্নুর রহমান, সমাচার। কবিতার প্রয়োজনে- ফাহিম ইবনে সারওয়ার, অনিন্দ্য প্রকাশ। ছোট ছোট- সৈয়দ আল ফারুক, ইতি প্রকাশন। এক বিচ্ছিন্ন বছরের সংলাপ- দেবাহুতি চক্রবর্তী, ধ্রবপদ। ছড়া নয় পদ্যং- বিধুভূষণ ভট্টাচার্য, পুথিনিলয় প্রকাশনী। বিদীর্ণ দর্পণে মুখ- আহসান হাবীব, দিব্য প্রকাশ। শুধু তোমার জন্য- রোকেয়া ইসলাম, সাহিত্য বিকাশ।
 
ভ্রমণ, জীবনী, অনুবাদ
দেশে দেশে দশ- শামীম আল আমিন, অনন্যা। আমার বাবা রবীন্দ্রনাথ- কবির চন্দ, অ্যাডর্ন। সাহারার দিনগুলি- গাজী মোহাম্মদ ইউনুস, দিব্য প্রকাশ। কেরালা: সৌন্দর্যের দেবী- ড. প্রভাস চন্দ্র রায়, সাহিত্যদেশ। মেলবোর্ন সমাচার- তাপস পাল, অনুপম প্রকাশনী। জাপান আমার ভালোবাসা- দিলদার হোসেন, আবিষ্কার পাবলিকেশন। পেশোয়ার থেকে তাপসখন্দ-শহীদুল্লা কায়সার, চারুলিপি প্রকাশন। গিলগামেশ মহাকাব্য-মোহাম্মদ জামান, দিব্য প্রকাশ। আমার জল লেনন-সিনথিয়া লেনন অনুবাদক রুদ্র আরিফ, ভাষাচিত্র। ভাষান্তরসমগ্র-শাহাদুজ্জামান, পাঠক সমাবেশ। হোমারের দেশ থেকে- সুমন সাজ্জাদ, অক্ষর প্রকাশনী। আতঙ্কের দেয়াল: বাংলাদেশ-ভারত সীমান্ত- গেইল তুহিন অনুবাদক অসিত রায়, প্রথমা প্রকাশন। গরাদের আড়াল থেকে- কমরেড জিতেন ঘোষ, নওরোজ সাহিত্য সম্ভার। হৃদয়ে বঙ্গবন্ধু-রায়হান আহমেদ, মীরা প্রকাশন। একাত্তরের শহীদ ছবুর-রশীদ এনাম, বলাকা প্রকাশনী। পাবনার কিংবদন্তী সুচিত্রা সেন-শাহান আরা জাকির, নিখিল প্রকাশন।
 
শিশু-কিশোর, সায়েন্স ফিকশন
তিতুনি এবং তিতুনি-মুহম্মদ জাফর ইকবাল, কাকলী প্রকাশনী। এই মেঘের গল্পটা- ধ্রুব এষ, ভাষাচিত্র। চলো বড় হই- তুষার আবদুল্লাহ্, ভাষাচিত্র। একলা ছুটি প্রাণের খোঁজে-আশিক মুস্তাফা, বাংলাদেশ শিশু একাডেমি। তপুর চালাকি- সুমন্ত আসলাম, আলোঘর প্রকাশনী। জোলার ছানা ভূতের ছানা- আলম তালুকদার, রাতুল গ্রন্থপ্রকাশ। বাচ্চা কালের কাচ্চা ছড়া- আলম তালুকদার, পাঞ্জেরী পাবলিকেশন। উড়ন্ত মানুষ- আলী ইমাম, সিদ্দিকীয়া পাবলিকেশন্স। সুপার প্ল্যানেট অ্যানোভা- শাহাদাত সোহাগ, শিখা প্রকাশনী। ওয়ার্ল্ড ফেমাস সায়ন্স ফিকশন-১- হাসান খুরশীদ রুমী, সৃশনী। শ্রেষ্ঠ সাইন্স ফিকশন গল্প- শামসুজ্জামান খান, তাম্রলিপি। এক জোড়া সবুজ চোখ- নাসরীন মুস্তাফা, আদিগন্ত প্রকাশন। লিমোনাস- ডা. আনিস আহমেদ, মুক্তচিন্তা। হাওয়া ভেলা-কমলেশ রায়, বাতুল গ্রন্থপ্রকাশ।
 
অন্যান্য
ভুলু সর্দারের চিঠি- কাইজার চৌধুরী, ঐতিহ্য। প্রত্যক্ষদর্শীর ভাষ্যে মুক্তিযুদ্ধ - তাজুল মোহাম্মদ, চারুলিপি। দেশে দেশে ঘুড়ি- ফারুক হোসেন, চন্দ্রাবর্তী একাডেমি। সত্যের সন্ধানে মানুষ- দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, মাটিগন্ধা। বেহুলার পথ ধরে: এক নিষাদ পুত্রের গল্প- খন্দকার নিয়াজ রহমান, অঙ্কুর প্রকাশনী। নরসিংদীর স্থাননাম উৎস ও বৈশিষ্ট্য সন্ধান- মুহাম্মদ হাবিবুলস্নাহ পাঠান, অনিন্দ্য প্রকাশ। বাংলাদেশের লৌকিক আচার- অনুষ্ঠান জন্ম ও বিবাহ- ড. মোমেন চেনধুরী, অনিন্দ্র প্রকাশ। বাংলাদেশ: রাষ্ট্র ও রাজনীতি প্রথম খণ্ড- নাসিম আখতার হোসাইন, সংবেদ। বিলেতে বাংলার যুদ্ধ: মুক্তিযুদ্ধে যুক্তরাজ্যে বাঙালি ও বিদেশিদের ভূমিকা- মজনু-নুল-হক, সংহতি প্রকাশন। একাত্তরের জীবন- অনারারি ক্যাপ্টেন এম এ ওহাব খান, সেন্টার ফর বাংলাদেশ লিবারেশন ওয়ার স্টাডিজ। বিশেষ সবিশেষ অবিশেষ- হানিফ সংকেত, অনন্যা। সাহিত্যসমগ্র- দ্বিজেন শর্মা, অনুপম প্রকাশনী। টেলিভিশন সংবাদ ও সাংবাদিকতা- মাইদুর রহমান রুবেল, প্রতিভা প্রকাশ। আমি কেউ না- আহসান হাবীব, রূপ প্রকাশন। অটিজম- অপরেশ বন্দ্যোপাধ্যায়, কথামেলা প্রকাশন। ভূত সাবধান- মশিউর রহমান, বিদ্যা প্রকাশ। আউটসোসিং ৪- মো.আমিনুল রহমান, তাম্রলিপি।
 
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘন্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এডিএ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।