ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

ডা. শাহীনের ‘নীল তুমি ধ্রুপদি অমলিন’র মোড়ক উম্মোচন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ডা. শাহীনের ‘নীল তুমি ধ্রুপদি অমলিন’র মোড়ক উম্মোচন ছবি: দিপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চিকিৎসক শহীদুর রহমান শাহীনের প্রথম কাব্যগ্রন্থ ‘নীল তুমি ধ্রুপদি অমলিন’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত হয়েছে। মোড়ক উম্মোচন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ডা.জুলফিকার লেনিন।



রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে বইটির মোড়ক উম্মোচন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, ডেইলি স্টারের সাংবাদিক সোহেল রানা, কবি ও প্রভাষক তানজির আহমেদ খান ও শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী রেজিষ্ট্রার ডা.শাহেদ ইমরান প্রমুখ।

কবি ও চিকিৎসক শাহীন দীর্ঘদিন ধরেই লেখালেখি করেন। তিনি বর্তমানে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

শাহীনের এ বইটিতে প্রেম,ভালবাসা, বিরহ, দ্রোহ, নরনারী, সমসাময়িক প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয় স্থান পেয়েছে।

বইটি প্রকাশ করেছে ‘গতিধারা প্রকাশনী’। দাম রাখা হয়েছে ১২৫ টাকা ও মেলায় বইটি পাওয়া যাবে ২৪৪ নম্বর স্টলে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
এমআইকে/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।