ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

অর্ধমাসের নতুন বই

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
অর্ধমাসের নতুন বই ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই আসছে গুচ্ছ গুচ্ছ নতুন বই। বইমেলা মানেই কবিতা, গল্প, উপন্যাস, শিশুসাহিত্য, ভ্রমণ, আত্মজীবনী, প্রবন্ধ, নিবন্ধ- এমন হরেক রকম বইয়ের বিপুল সমাহার।



অমর একুশে গ্রন্থমেলায় দ্বিতীয় সপ্তাহ পর্য্যন্ত প্রকাশিত নতুন কিছু বইয়ের তথ্য পাঠকের জন্য তুলে ধরা হলো।

কবিতা
বিদীর্ণ দর্পণে মুখ- আহসান হাবীব, দিব্যপ্রকাশ। ডান হাতের পাঁচটি আঙুল- ময়ূখ চৌধুরী, বাতিঘর। পৃথিবীর চোখে খুব জল- মহাদেব সাহা, মাওলা ব্রাদার্স। কবন্ধ পুতুল নাচে- গোলাম কিবরিয়া পিনু, বিভাস। শ্রেষ্ঠ কবিতা- রেজাউদ্দিন স্টালিন, কবি প্রকাশন। ইরাশা ভাষার জলমুলুক- মাজুল হাসান, চৈতন্য। স্বভাবদুর্ব‍ৃত্ত বাতাসে কুয়াশার কৃষ্ণতীর্থ- মাসুদ মুস্তাফিজ, দেশ পাবলিকেশন্স। সংশয়সুর-শিমুল সালাহ্উদ্দিন, চৈতন্য। স্বপ্ন ঘুড়ি দিলাম ছাড়ি- রবীন্দ্র গোপ, গতিধারা। অন্ধ আতরের ঘ্রাণ- আজিম হিয়া, চৈতন্য। কর্কট রাশির কবিতা- মিজানুর রহমান বেলাল, কবি প্রকাশনী। পিপাসার পরমায়ু- নিলয় রফিক, দেশ পাবলিকেশন্স। নিরঞ্জনের ঘাটে- যাকির সাইদ, বেহুলাবাংলা। শূন্যের ভিতরে-সিদ্ধার্থ হক, অন্যপ্রকাশ। আত্মহত্যাপ্রবণ ক্ষুধাগুলো- রুহুল মাহফুজ জয়- ঐতিহ্য। ত্রিপুরার বাংলা কবিতা সম্পাদনা: সেলিনা হোসেন ও মুহম্মদ সামাদ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। প্রেমের কবিতা- শিহাব শাহরিয়ার, মাওলা ব্রাদার্স।

উপন্যাস ও ছোটগল্প
দু’জনে- ইমদাদুল হক মিলন, আলোঘর। বর্গাদার- নিরমিন শিমেল, অন্যপ্রকাশ। রৌদ্র ও ত্রাতাগণ- হাবিব আনিসুর রহমান, বেহুলাবাংলা। প্রিয় পঁচিশ গল্প- পূরবী বসু, চন্দ্রদ্বীপ। মায়া- ফেরদৌস হাসান, অন্যপ্রকাশ। ১৯৯২- জাকির তালুকদার- ঐতিহ্য। আমাদের গ্রামে মালোপাড়া নাই- বদরুন নাহার, গ্রন্থ কুটির। কোথাও এখনো মায়া রহিয়া গেল- আহমাদ মোস্তফা কামাল, গদ্যপদ্য।

প্রতিদিন একটি খুন- শফিক হাসান, গেল্গাব লাইব্রেরি। পিতলের চাঁদ- ঝর্ণা রহমান, বেহুলাবাংলা। মায়ের নোটবুক: জেসমিন মুন্নী, বেহুলাবাংলা। সব্যসাচী: খালেদ হামিদী, বেহুলাবাংলা। প্রমথেশ প্রমিথিউস- অদিতি ফাল্গুনী- ঐতিহ্য। মুক্তিযুদ্ধের গল্প- দীপু মাহমুদ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। আমাদের গ্রামে একটি পাখি চোর আছে- কবীর রানা, দেশ পাবলিকেশন্স। ফুলবানু ও অন্যান্য গল্প রাফিক হারিরি- ঐতিহ্য। ইয়োলো ক্যাব- তানিম কবির, ঐতিহ্য। সিঁদুর রঙা মেয়ে- মৌসুমী সেন, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।

প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা
সাঁকো বাঁধার প্রত্যয়- যতীন সরকার, কথাপ্রকাশ। নির্বাচিত রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রবন্ধ- হাসান আজিজুল হক, আলোঘর। বর্ধমানে রবীন্দ্রনাথ ও অন্যান্য প্রবন্ধ-শামসুজ্জামান খান, সময়। মুক্তগদ্য-রণজিৎ বিশ্বাস, আগামী। প্রাসঙ্গিক ভাবনা শিক্ষা-আবদুল হাই, ঐতিহ্য। ছোট কাগজের ক্রান্তিকাল ও অন্যান্য- হেনরী স্বপন, শ্রাবণ প্রকাশনী। আধুনিকতা ও আত্মপরিচয় মতাদর্শিক নির্মিতি ও সাহিত্যিক বিস্তার- সুমন সাজ্জাদ, চৈতন্য। হুমায়ূন: একজন হ্যামিলনের বাঁশিওয়ালা- সিনহা আবুল মনসুর, দিব্যপ্রকাশ। দেশভাগের অর্জন- জয়া চ্যাটার্জী; অনুবাদ- আবু জাফর, মাওলা ব্রাদার্স। সময়ের হালচাল- ইফতেখার আহমেদ টিপু, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। ইসলামী জঙ্গিবাদের জন্মসূত্র- আসিফ রশীদ, ঐতিহ্য।

ভ্রমণ, জীবনী ও অনুবাদ
আমার জীবনকথা: স্মৃতিকথা ও দিনলিপি- আবদুল হক, কথাপ্রকাশ। ম্যাকবেথ- সৈয়দ শামসুল হক অনূদিত (চারুলিপি)। আলাপন- নাসির আলী মামুন, কথাপ্রকাশ। এক ব্রিটিশ-বাঙালির আত্মকথা- আবদুল গফুর, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। দূরের হাওয়া: বাংলা অনুবাদে ২০০ বিশ্বকবিতা- ভূমিকা ও অনুবাদ: জুয়েল মাজহার, চৈতন্য। কায়রো ট্রিলজি মূল: নাগিব মাহফুজ, ভাষান্তর-আনোয়ার হোসেইন মঞ্জু, নালন্দা। আগুনের গাছ (আধুনিক আরবি কবিতা)- আবু সাঈদ ওবায়দুল্লাহ, ঐতিহ্য। বিপ্লবী ৩ নারী- সুফিয়া বেগম, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। অমৃতের পুত্র- শারমিনী আব্বাসী, মাওলা ব্রাদার্স। ঝিলামে যখন ছিলাম- বুলবুল সরওয়ার- ঐতিহ্য।

শিশু-কিশোর, সায়েন্স ফিকশন
ছায়ায় ঢাকা মায়ার পাহাড়- আল মাহমুদ, ঝিঙেফুল। প্রাচীন বাংলার ছোটদের ছড়া- সংগ্রহ: রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুর, সময়। কিশোর সমগ্র-১২ ফরিদুর রেজা সাগর, সময়। নির্বাচিত ৩ কিশোর উপন্যাস- সেলিনা হোসেন, আলোঘর। রাজার ছড়া অন্য ছড়া- রিজিয়া রহমান, ঐতিহ্য। মরীচিকা- আহসান হাবীব, আলোঘর। জোলার ছানা ভূতের ছানা- আলম তালুকদার, রাতুল গ্রন্থপ্রকাশ। মিলির ভালোবাসা- মুসতাক আহমেদ, অন্যপ্রকাশ। রুম নাম্বার তেরোশ তেরো- খোরশেদ বাহার, চিত্রা প্রকাশনী। বালিকা বউ, মোস্তফা কামাল, দেশ পাবলিকেশন্স। ছানাবড়া- মাহমুদউল্লাহ্, গতিধারা। আমার মনের আকাশ জুড়ে- স.ম. শামসুল আলম, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। তোমাদের গল্প- সাঈদ বারী, সূচীপত্র। টো টো কোম্পানি ও সার্কাসের ঘোড়া- পলাশ মাহবুব, অন্বেষা প্রকাশন। প্যারালাল ইউনিভার্স- শরীফ উদ্দিন সবুজ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। স্কুল মাঠে ভূতের মেলা- ফরিদুল ইসলাম নির্জন। বর্ণমালার ছড়া- লুৎফুর রহমান, বাংলাদেশ সোস্যাল ক্লাব।

অন্যান্য
নির্বাচিত নাটক- শাকুর মজিদ- অয়ন প্রকাশন। বাংলাদেশের দুর্যোগ- মো. রেজাউল করিম, গতিধারা। আবৃত্তিশীলন- ড. মুস্তাফিজুর রহমান, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। ব্যবহারিক বাংলা- ফজলুল হক সৈকত, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। বাংলাদেশের শিক্ষানীতি ও নারীশিক্ষা- ড. সুলতানা জেসমিন, ঐতিহ্য। কাব্যদিব্য (কবিগানের দুর্লভ পাণ্ডুলিপি)- মনীন্দ্রনাথ মণ্ডল। রকমারি নাস্তা- হামিদা বানু, ঐতিহ্য। নাটক নির্মাণ কৌশল-মোহাম্মদ হুমায়ুন কবীর- পলল। উপাখ্যান: মুজিব ইয়াহিয়া ভুট্টো ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ- সাইদ হাসান দারা, সময় প্রকাশন।

বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এডিএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।