ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

গ্রন্থমেলায় টাস্কফোর্সের অভিযান, দুই স্টল বন্ধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
গ্রন্থমেলায় টাস্কফোর্সের অভিযান, দুই স্টল বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রন্থমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলা দ্বিতীয় দিনের মতো অভিযান চালিয়েছে টাস্কফোর্স। রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।



এ সময় বাংলা একাডেমি প্রাঙ্গণে ‘রঙিন ফুল’ ও ‘নীলপরী’ নামে দু’টি স্টলে অভিযান চালিয়ে পাইরেটেড বই উদ্ধার করা হয়েছে।

টাস্কফোর্সের প্রধান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনজুরুর রহমান বাংলানিউজকে বলেন, মটু-পাতলুসহ বিভিন্ন নামে রঙিন ফুল বিদেশি বই পাইরেসি করে বিক্রি করছে। আবার তাদেরই কয়েকটি পাইরেটেড বই ‘নীলপরী’র স্টলে বিক্রি হতে দেখা যায়।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) থেকে এ দু’টি স্টল বন্ধ রাখা হবে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।