ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

শিক্ষার্থীদের জন্য বই কিনে ‘সেরা ক্রেতা’ ফজল মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
শিক্ষার্থীদের জন্য বই কিনে ‘সেরা ক্রেতা’ ফজল মাহমুদ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর একুশে গ্রন্থমেলা থেকে: শিক্ষার্থীদের পাঠের আগ্রহ বাড়াতে বিভিন্ন লাইব্রেরিতে মানসম্মত বই সরবরাহ করেন ফজল মাহমুদ। প্রায় সাড়ে ১০ হাজার টাকার বই কিনে ‘বাংলানিউজ-রকমারি সেরা ক্রেতা’ পুরস্কারটিও জিতে নিয়েছেন তিনি।



শনিবার (১৩ ফেব্রুয়ারি) মেলার ১৩তম দিনে দৈনিক সংবাদ’র সংবাদকর্মী ফজল মাহমুদ পেলেন এ পুরস্কার।

ঢাকায় মা-বাবা, ভাই-ভাবির সঙ্গে থাকেন ফজল। জানালেন, নিজেরও ছোটখাট একটি সংগ্রহশালা রয়েছে।

প্রতি বছরই বইমেলা থেকে বেশকিছু বই কিনে বিভিন্ন গ্রন্থাগারে সরবরাহ করেন তিনি ও তার কয়েকজন সহকর্মী। শিক্ষার্থীদের পাঠের আগ্রহ ও সুযোগ বাড়াতে তারা কয়েকজন মিলে এ মহতী উদ্যোগ নিয়েছেন।

ফজল মাহমুদ স্নাতকোত্তর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। দৈনিক সংবাদের আইন ও আদালত বিটে রয়েছেন এখন। সাড়ে চার বছর ধরে রয়েছেন এ পেশায়।

তার হাতে পুরস্কার তুলে দেন বাংলানিউজ ও রকমারি’র প্রতিনিধিরা।

শুধু এদিন নয়, প্রতিদিনই দেওয়া হচ্ছে বাংলানিউজ-রকমারি গ্রন্থমেলার ‘সেরা ক্রেতা’ পুরস্কার।

মাসব্যাপী মেলায় আগতদের বই কেনার আগ্রহ ও বই কেনার খুশিকে আরও বাড়িয়ে দিতে এ যৌথ উদ্যোগ। মেলায় ঘুরতে আসা বইপ্রেমীদের এক বা একাধিক ব্যক্তির গ্রুপ বা পরিবারের সদস্যদের জন্য এ আয়োজন।

বইয়ের প্রতি ভালোবাসাকে সম্মান জানাতে www.banglanews24.com ও অনলাইন

বুক শপ www.rokomari.com প্রতিদিন পুরস্কার দিচ্ছে ৫শ টাকার বই। বিজয়ীর জন্য আরও থাকছে পরবর্তী ছয় মাস রকমারি থেকে কেনা যেকোনো বইয়ের ফ্রি শিপিং।

বাংলানিউজ-রকমারি বইমেলা প্রতিদিনের সেরা ক্রেতা পুরস্কার চলবে মেলার শেষ দিন পর্যন্ত।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এসকেএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।