ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

১২ ও ২৬ ফেব্রুয়ারি মেলার শেষ দুই শিশুপ্রহর

গ্রন্থমেলা টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
১২ ও ২৬ ফেব্রুয়ারি মেলার শেষ দুই শিশুপ্রহর ছবি :দীপু / বাংলানিউজটোয়েটিফোর.কম

অমর একুশে গ্রন্থমেলা থেকে: চলতি মাসের বাকি ছয় সরকারি ছুটির দিনের (শুক্র-শনি) মধ্যে আগামী ১২ ও ২৬ তারিখকে শিশুপ্রহর ঘোষণা করা হয়েছে। দু’টি শিশুপ্রহরই পড়েছে শুক্রবার।



বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানায় বাংলা একাডেমি কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, গ্রন্থমেলায় শিশুপ্রহর থাকে মোট চারদিন। এরমধ্যে গত শুক্র ও শনিবার (৫ ও ৬ ফেব্রুয়ারি) দু’টি দিন ছিলো শিশুদের জন্য।

এদিকে যথারীতি শিশুপ্রহরের সময় বাড়ানো নিয়ে প্রকাশকদের দাবি থাকলেও বাড়েনি। শিশুপ্রহরের সময় আগেরটাই থাকছে, বেলা ১১টা থেকে দুপুর ১টা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আইএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।