ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

১০ দিনেও হাজার পেরোয়নি বই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
১০ দিনেও হাজার পেরোয়নি বই ছবি : দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গ্রন্থমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলার প্রথম দশ দিন পার হলেও নতুন বইয়ের সংখ্যা এখনও হাজার পেরোয়নি।

এবার প্রথম দশ দিনে বের হয়েছে ৯৮২টি বই।

গত বছর প্রথম দশ দিনে প্রকাশিত বইয়ের সংখ্যা ছিলো ১ হাজার ৩১৩টি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমির জনসংযোগ উপ-বিভাগ এ তথ্য প্রকাশ করে। দশদিনে মোট গল্পের বই এসেছে ১৫৬টি, উপন্যাস ১৮২, প্রবন্ধ ৫৯, কবিতা ২৩০, গবেষণা ১৩, ছড়া ৩৬, শিশুতোষ ৪১, জীবনী ২২, রচনাবলী ১, মুক্তিযুদ্ধ ১৭, নাটক ২, বিজ্ঞান ২১, ভ্রমণ ১৫, ইতিহাস ১৭, রাজনীতি ৪, স্বাস্থ্য ৬, কম্পিউটার ২, রম্য ৭, ধর্মীয় ৮, অনুবাদ ২, অভিধান ৬, সায়েন্স ফিকশন ১০ এবং অন্যান্য ১২৫টি সহ মোট ৯৮২টি।

মেলায় প্রথম দিন বাংলা একাডেমির তথ্য কেন্দ্রে কোনো বই জমা পড়েনি। ২য় দিন এসেছে ৭টি, ৩য় দিন ৬৩টি, ৪র্থ দিন ৯৩টি, ৫ম দিন ২৫৬টি, ৬ষ্ঠ দিন ১৫৫টি এবং ৭ম দিন ১১৮টি, ৮ম দিনে ৭৫টি, ৯ম দিনে ১১০টি এবং ১০ম দিনে  ১০৫টি নতুন বই এসেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
এডিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।