ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

গ্রন্থমেলার টুকিটাকি

মেলার এদিক-ওদিক

গ্রন্থমেলা টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
মেলার এদিক-ওদিক ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান দুই অংশেই চলছে অমর একুশে গ্রন্থমেলা।

বাংলা একাডেমি প্রাঙ্গণে স্টল রয়েছে ৮২টি।

এরমধ্যে নেই তেমন কোনো বই প্রকাশকের স্টল। আছে সরকারি প্রতিষ্ঠানের ২৫টি স্টল। এনজিও এবং অন্যান্য প্রতিষ্ঠানের ২৯টি স্টল।

বাংলানিউজসহ বিভিন্ন গণমাধ্যমের আছে ২৭টি স্টল। বাংলা একাডেমির আছে একটি প্যাভিলিয়ন।

সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩২০টি স্টল রয়েছে। দুই অংশে মোট ৪০২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের বই মেলায়। প্যাভিলিয়ন রয়েছে ১৫টি।

মেলায় প্রবেশের জন্য সাতটি গেট রয়েছে। আছে ফ্রি ওয়াইফাই। যাদের অ্যানড্রয়েড মোবাইল ফোন বা ল্যাপটপ আছে, তাদের জন্য রয়েছে বিনামূল্যে ইন্টারনেট ব্রাউজের সুযোগ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
এডিএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।