ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

২২ ফেব্রুয়ারির সেরা ক্রেতা ইরাজ-তন্বী

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫
২২ ফেব্রুয়ারির সেরা ক্রেতা ইরাজ-তন্বী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্ধবী তন্বী সহ কলাবাগান থেকে বইমেলায় আসেন ইরাজ ইশতিয়াক। ফাগুনের শীতল হাওয়া কানে কানে ভালোবাসার কথা বলছিল।

আর বইপোকাদের ভালোবাসা যে বই তা আর বলতে হয় না। ইরাজ ইশতিয়াকও তাই ফাগুন বাতাসে মেতে উঠলেন বই কেনায়। একে একে কিনে ফেললেন প্রিয় লেখক আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হকের বই।

তারপর মেলায় ঘুরে ঘুরে কিনলেন অন্যান্য আরও অনেকের ছোট গল্প, উপন্যাস আর অনুবাদের বই। বিকেল থেকে শুরু হয়েছিল তাদের বই-ভালোবাসার গল্প, গোধূলি পেরিয়ে সন্ধ্যার পরে গিয়ে যার সমাপ্তি। বইপোকা ইরাজ ইশতিয়াক ও তন্বীকেই তাই রকমারি ডট কম-বাংলানিউজটোয়েন্টিফোর প্রতিদিনের সেরা ক্রেতা পুরস্কার তুলে দেয়া হয়।

ইরাজ পাচ্ছেন রকমারি ডট কম থেকে ৫০০ টাকায় নিজ পছন্দের বই কেনার সুযোগ ও ৬ মাসের ফ্রি শিপিং সুবিধা।

আর প্রতিদিনই অমর একুশে বইমেলায় আমরা থাকব ‘সেরা ক্রেতা’র খোঁজে। কে জানে হয়ত পরবর্তী ভাগ্যবান সেরা ক্রেতা আপনিই হতে পারেন। শুভ হোক বই পড়া।

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।