ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

আমিনুল ইসলামের মায়াবী তুষাররাত্রী।

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
আমিনুল ইসলামের মায়াবী তুষাররাত্রী।

ঢাকা: এবারের বইমেলায় এসেছে প্রবাসী লেখক আমিনুল ইসলামের উপন্যাস মায়াবী তুষাররাত্রী।

ব্যতিক্রমী এ কাহিনীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করতে একগুয়েমি লাগছিলো ফুয়াদের।

তাই ছুটি নিয়ে উচ্চ শিক্ষার জন্য ইউরোপের একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় সে। দেশটি উত্তর ইউরোপের শীত প্রধান অঞ্চলে অবস্থিত। সেখানে গিয়ে নানারকম মানুষ ও তাদের চিন্তা-ভাবনার সাথে পরিচয় ঘটে ফুয়াদের।

শ্বেতশুভ্র তুষারে আবৃত রাস্তায় গভীর রাতে হেঁটে বেড়ানো কিংবা দিনের বেলায় সূর্যের আলোয় নদীর পারে হাঁটার সময়ও পরিচয় ঘটে সেখানকার মানুষ গুলোর সাথে। এ দিকে দেশে রেখে আসা মা-বোন, বিশ্ববিদ্যালয় জীবনে একই ডিপার্টমেন্টের এক ইয়ার জুনিয়র মেয়েটি যারা আগে থেকেই পরিচিত ছিলো তাঁদের নিয়েই এগুতে থাকে উপন্যাসের কাহিনী।

বইট প্রকাশ করেছে ভিন্নচোখ প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন চারু পিণ্টূ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।