ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

হাসান শান্তনুর ‘৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন’

আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
হাসান শান্তনুর ‘৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন’

ঢাকা: গণমাধ্যম বিষয়ে অনেক কৌতূহলী পাঠক রয়েছেন, যারা জানতে চান এর অন্দরমহলের খবর, খবরের পেছনের খবর। অমর একুশে গ্রন্থমেলায় সাংবাদিক হাসান শান্তনুর ‘৪৩ বছরে গণমাধ্যমের অর্জন-বিসর্জন’ বইটি সেসব কৌতূহলী পাঠকদের জন্যই।



বইয়ে লেখক তার দৃষ্টিকোণ থেকে লিখেছেন, গণমাধ্যমের সাদাকালো বিষয়, সাংবাদিকতার অধ‍ঃপতন, অবক্ষয় এবং পাশাপাশি সত্য প্রতিষ্ঠার ৪৩ বছরের সংগ্রাম নিয়ে। নতুন কেউ সাংবাদিকতায় আসতে চাইলে যে সব দিক জানা জরুরি, সেগুলোও রয়েছে। এ দেশে নষ্ট সাংবাদিকতার কীভাবে জন্ম হলো, কারা এর জন্মদাতা, এখনো যেভাবে নষ্ট সাংবাদিকতা চলছে, সেগুলোও রয়েছে বইটিতে।

এসব বিষয়ে তরুণ সাংবাদিক হাসান শান্তনু মেলায় বাংলানিউজকে বলেন, সাংবাদিকতা মহৎ পেশা। মহত্বের টানে অনেক তরুণ এ পেশায় যুক্ত হন। যুক্ত হওয়ার পর অনেকে দেখেন মহত্বের কথা যতটা বলা হচ্ছে, কোথাও কোথাও ততটার উপস্থিতি বা চর্চা নেই। গণমাধ্যম জগতের বাস্তবতা নিয়েই মূলত এ বই।

যারা ভবিষ্যতে এ পেশায় আসতে চান তাদের জন্যও বইটি উপকারে আসবে বলে তিনি জানান।

বইটি প্রকাশ করেছে প্লাটফর্ম। প্রচ্ছদ রাজীব রায়। দাম ২৭০ টাকা। শান্তনু বর্তমানে দৈনিক যায় যায় দিন পত্রিকায় নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।