ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

সাদিকা রুমনের প্রথম কবিতার বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সাদিকা রুমনের প্রথম কবিতার বই

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় প্রকাশিত হয়েছে শূন্য দশকের কবি সাদিকা রুমনের প্রথম কবিতার বই ‘স্বপ্নের কাচঘরে ঘুমন্ত জংশন’। লেখালেখি শুরুর প্রায় এক দশক পর প্রকাশিত এ বইটি মেলায় এনেছে ফাংস্রি প্রকাশন।



বইয়ে ঠাঁই পাওয়া কবিতাগুলো সম্পর্কে জানতে চাইলে কবি বলেন, অধিকাংশ কবিতা বছর তিনেকের ভেতর লেখা। তবে তার আগের অনেক কবিতাও রয়েছে। প্রথম বই হিসেবে কবিতা সাহচর্যের প্রায় পুরোটা সময়, পর্ব-পর্বান্তরের সাক্ষ্যই ঠাঁই পেয়েছে ‘স্বপ্নের কাচঘরে ঘুমন্ত জংশন’ এ।

তিনি আরও বলেন, আমার কাছে বইটা প্রথমত নিজেকে ফিরে দেখা; দিগন্তরেখা ধরে হেঁটে হেঁটে ক্রমশ নিজের কাছে ফিরে আসা। চাল-ডাল-তেল- নুনের হিসেবের বাইরে একমুঠো বেঁচে থাকা।

৫৬ পৃষ্ঠার এ বইটির মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। প্রচ্ছদ করেছেন আব্দুল্লাহ সেরু। বাংলা একাডেমি প্রাঙ্গণের লিটল ম্যাগাজিন চত্বরে উতঙ্কের স্টলে বইটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।