ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

মুজিব ইরমের ২টি বই

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
মুজিব ইরমের ২টি বই

বইমেলায় প্রকাশিত হয়েছে মুজিব ইরমের ২টি বই। চৈতন্য থেকে প্রকাশিত হয়েছে গল্পের বই বাওফোটা, আর ধ্রুবপদ থেকে প্রকাশিত হয়েছে উপন্যাস বাগিচাবাজার।



বাওফোটা মুজিব ইরমের প্রথম গল্পগ্রন্থ। বইটিতে গত দেড় দশকে লিখিত ও প্রকাশিত বাছাই ১০টি গল্প স্থান পেযেছে। প্রচ্ছদ করেছেন শিল্পী চারু পিন্টু।

বাগিচাবাজার মুজিব ইরমের তৃতীয় উপন্যাস। অবশ্য তাঁর ভাষায় ‘আউট বই’। প্রচ্ছদ করেছেন শিল্পী তৌহিন হাসান।

বাওফোটা পাওয়া যাচ্ছে লিটলম্যাগ চত্বরে, চৈতন্যের স্টলে। আর বাগিচাবাজার পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, ধ্রুবপদের ৩১৪-১৫ নং স্টলে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।