ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

দ্বিতীয় সপ্তাহের নতুন বই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
দ্বিতীয় সপ্তাহের নতুন বই ছবি: দিপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রতিদিনই আসছে গুচ্ছ গুচ্ছ নতুন বই। বইমেলা মানেই তো হরেক রকম বইয়ের বিপুল সমাহার।

প্রবন্ধ, নিবন্ধ, গল্প, উপন্যাস, কবিতা, শিশুসাহিত্য, ভ্রমণ, আত্মজীবনী- এমন সব বিচিত্র বই আর বর্ণিল প্রচ্ছদে মুখর হয়ে চলছে অমর একুশে বইমেলা।

পাঠকের সুবিধার্থে নিচে দ্বিতীয় সপ্তাহে আসা উল্লেখযোগ্য বইয়ের নাম দেওয়া হলো—

প্রবন্ধ-নিবন্ধ
মুক্তিযুদ্ধ আমার অহংকার: কামাল লোহানী, গ্রন্থকানন। তব ভুবনে তব ভবনে: আতিউর রহমান, অন্যপ্রকাশ। ১৮৫৭ সালের স্বাধীনতা সংগ্রাম মুসলিম অবদান: ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, শিরীন পাবলিকেশন্স। কামু মার্কেস ইলিয়াস ও অন্যান্য: পিয়াস মজিদ, কথাপ্রকাশ। বইমেলা ও বইসংস্কৃতি: খান মাহবুব, জাগৃতি। বীণায় তুলেছি সুর: ডক্টর এম মতিউর রহমান, অবসর। বরেণ্য কবিদের নির্মাণকলা: আবিদ আনোয়ার, আগামী। বিশ শতকের প্রতীচ্য সাহিত্য ও সমালোচনাতত্ত্ব: বেগম আকতার কামাল, অবসর। মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সৃজনশীল সাহিত্য: আহমেদ মাওলা, বাংলাপ্রকাশ। ধর্ম, নারী ও যৌনতা: শামসুদ্দোহা শোয়েব, শুদ্ধস্বর। বাংলাদেশের সাহিত্যের ইতিহাস: শহীদ ইকবাল, আহমদ পাবলিশিং হাউস। ঐতিহ্যের ধামাইল গান: পার্থ তালুকদার, রোদেলা প্রকাশনী। দেশ সমাজ ও রাষ্ট্রভাবনা: অনুপম সেন, গ্রন্থকুটির। । মনুসং হিতায় বর্ণতত্ত্ব ও নারী- সুধাময় দাস, দিব্য প্রকাশ। আবদুল মান্নান সৈয়দের কবিতার শিক্ষাদীক্ষা: আবুল ফজল, গ্রাফোসম্যান। সতীত্ব বনাম বহুগামিতা: অনন্য আজাদ, শব্দশৈলী। পাখি বাগান: রবিশংকর মৈত্রী, চারুলিপি প্রকাশন। বাংলার চারশো বছরের প্রাথমিক শিক্ষা: রাহমান চৌধুরী, শ্রাবণ প্রকাশনী।

উপন্যাস, গল্প
রোদে যাবো: হাসান আজিজুল হক, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। যাত্রার শেষ সীমানা: রেজাউর রহমান, অন্যপ্রকাশ। গলে যাচ্ছে ঝুলন্ত পদক: আনোয়ারা সৈয়দ হক, মাওলা ব্রাদার্স। আবদুল জলিল যে কারণে মারা গেল: মঈনুল আহসান সাবের, দিব্যপ্রকাশ। দি লস্ট সিম্বল: শেখ আবদুল হাকিম, সালমা বুক ডিপো। ফুলশার্ট: শাহাবুদ্দিন নাগরী, অন্যপ্রকাশ। আমি আছি কাছাকাছি: সুমন্ত আসলাম, সময়। চন্দ্রের প্রথম কলা: নাসরীন জাহান, সন্দেশ। একটি গ্রামোফোনের রেকর্ড, বুলবন ওসমান, চন্দ্রদ্বীপ। একদিন সবকিছু গল্প হয়ে যায়: আহমাদ মোস্তফা কামাল, নান্দনিক। বিভৎস: সুমন্ত আসলাম, অন্বেষা প্রকাশন। রানী ও কেরানি: মারুফ রায়হান, চিত্রা প্রকাশনী। শ্রেষ্ঠ গল্প: বুলবুল সরওয়ার, আদর্শ। তুচ্ছ প্রেম গুচ্ছ প্রতারণা: উম্মে মুসলিমা, মুক্তধারা প্রকাশনী। পান সুন্দরী: শাহনাজ মুন্নী, শব্দশিল্প। । নীল জোছনার জীবন: মোশতাক আহমেদ, অন্যপ্রকাশ। চাঁদের আলোয় রাগিব আলী এবং সে: মোস্তফা কামাল, অন্যপ্রকাশ। নকশাপুরাণ: মিলটন রহমান, বিদ্যাপ্রকাশ। বাংলাদেশের নির্বাচিত প্রেমের গল্প, সম্পাদনা: মোহাম্মদ আবদুল মান্নান ও রাশেদ রহমান, পলল প্রকাশনীর। বাক্সবন্দী মানুষ: শামীম আল আমিন, কথাপ্রকাশ। সেঁজুতি কাহিনি: নূরুল আনোয়ার, খান ব্রাদার্স।

কবিতা
তরঙ্গের অস্থির নৌকায়: সৈয়দ শামসুল হক, শুদ্ধস্বর। নির্বাচিত কবিতা: কাজী রোজী, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। নক্ষত্রহরফে লেখা: মুজতবা আহমেদ মুরশেদ, অনন্যা। শ্রেষ্ঠ কবিতা: হেনরী স্বপন, ভাষাপ্রকাশ। আয়নার দিকে: মাহবুব কবির, ঐতিহ্য। প্রবল পার্পল কম্পন: শহীদুল রিপন, ঐতিহ্য। উড্ডীন নদীর গান: রহিমা আফরোজ মুন্নী, অনিন্দ্য প্রকাশ। আদিম পুস্তকে এইরূপে লেখা হয়েছিল: হিজল জোবায়ের, চৈতন্য। মায়াদ্বীপ: শাহেদ কায়েস, ঐতিহ্য। ক্রীতদাস: মঈন মুনতাসির, শুদ্ধস্বর। তীর্থ যাত্রী তার্কিক তিনজন: হুমায়ুন কবীর, সময়। ঈশ্বরচন্দ্র গুপ্ত’র কবিতাসংগ্রহ: সম্পা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সময়। দুঃখ বিলাসী: মামুন অর রশিদ, শিলা প্রকাশনী। মায়ের জন্য একগুচ্ছ গোলাপ: রোকেয়া ইউসুফ, চারুলিপি প্রকাশন। পুরুষসমগ্র: শেলী নাজ, অ্যাডর্ন। ঊনসন্ন্যাসী: সৈয়দ তারিক, ঐতিহ্য।

ভ্রমণ-জীবনী-অনুবাদ
আত্মকথন: রশীদ হায়দার, সময়। ছোটবেলার কথা: ড. মুহাম্মদ ইউনূস, সূচীপত্র। সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনী: অনু. বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, অনন্যা। অন্নপূর্ণায়: শাকুর মজিদ, উৎস প্রকাশনী। দেখা অদেখার স্মৃতি: তিতাশ চৌধুরী, শোভা প্রকাশ। হোসে মারিয়া মরিনোর নির্বাচিত গল্প, অনুবাদ: তরুণ ঘটক, অবসর। শেরশাহ সূরী বিদ্যাভাস্কর, অনুবাদ: মু. জালালউদ্দিন বিশ্বাস, ঐতিহ্য। মপাসার বিচিত্র যত গল্প, অনুবাদ: মুহম্মদ আবু তাহের, সময়। অন্নপূর্ণায়: শাকুর মজিদ, উৎস প্রকাশনী। ডক্টর জিভাগো: অনু. খসরু চৌধুরী, বাংলাপ্রকাশ। কার্ল মার্কস মানুষটি কেমন ছিলেন: জাকির তালুকদার, ঐতিহ্য। আমাদের ছোট নদী: লুৎফর রহমান রিটন, চন্দ্রাবতী একাডেমি। । স্ট্যাচু অব দ্য লিবার্টি: বিমল গুহ, পলল প্রকাশনী।

শিশু-কিশোর/সায়েন্স ফিকশন
আরো টুনটুনি ও আরো ছোটাচ্চু- মুহম্মদ জাফর ইকবাল, পার্ল পাবলিকেশন্স। যখন আমি ঘোটক ছিলাম- আনিসুল হক, অনন্যা। ছদ্মবেশী ভূত- মঞ্জু সরকার, চন্দ্রদীপ। রূপকথা সমগ্র- ফরিদা হোসেন, ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

সোনালী বাংলার রূপালী কথা- পিনাকী ভট্টাচার্য, সূচীপত্র। । স্বর্ণমূতি উধাও রহস্য- ইন্দ্রজিৎ সরকার, শুভ্র প্রকাশ। রাফি কোম্পানি- মোস্তফা মামুন, অন্বেষা প্রকাশন। গাছের ছায়ায় লতায় পাতায়- আলী ইমাম, শাহীন প্রকাশনী। ডেথ সিটির গোয়েন্দা- রকিব হাসান, শোভা প্রকাশ। হাবলুর ঈদের জামা- রানা জামান, শিরীন পাকলিকেন্স। নতুন পৃথিবীতে চারটি সমুদ্র অভিযান- মঈন বিন নাসির, ঝিঙেফুল। । শালিক ও কাঠঠোকরা- ইকবাল খন্দকার, নওরোজ কিতাবিস্তান। । মেঘের আড়াল থেকে- কনিকা রশীদ, অন্যপ্রকাশ।

অন্যান্য
বিজ্ঞাপন ব্যবচ্ছেদ: তুষার আবদুল্লাহ, সময়। সাংবাদিকতা : ধারণা ও কৌশল- অলিউর রহমান, পলল প্রকাশনী। সিকদার আমিনুল হক রচনাসমগ্র- সিকদার আমিনুল হক, আগামী প্রকাশনী। গিয়াস উদ্দিন আহমদ গীতি সমগ্র- মোস্তফা সেলিম, উৎস প্রকাশন।   সম্প্রীতির জন্য শব্দাবলি- পূরবী বসু, অবসর। সাত আর পাঁচে তের- আতাউর রহমান, ঐতিহ্য। কাগজের নৌকায় আগুনের নদী- শাহাদুজ্জামান, আগামী। চা শ্রমিকদের জীবনের কথা- সৈয়দ মাসুদ রেজা, পলল প্রকাশনীর। গল্পে গল্পে শূন্যের ইতিহাস- পারভেজ রাকসান্দ কামাল, শুদ্ধস্বর। । সময়কথন- আর কে চৌধুরী, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

** প্রথম সপ্তাহের নতুন বই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।