ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

পাইরেটেড বইয়ের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
পাইরেটেড বইয়ের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান ছবি: দিপু মালাকার/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাইরেটেড বইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টলে অভিযান চালায় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মনজুরুর রহমানের নেতৃত্বে একটি টিম।


 
এসময় বেশ কয়েকটি স্টল থেকে পাইরেটেড বই উদ্ধার করা হয়। যে সমস্ত প্রকাশনীর স্টলে পাইরেটেড বই পাওয়া গিয়েছে তাদের সতর্কও করে দেওয়া হয়েছে।

যেসব স্টলে পাইরেটেড বই পাওয়া গেছে- আজমাইন পাবলিকেশন্স, বর্তমান সময়, অঙ্কুর, পালক, বঙ্গবন্ধু বার্তা, পেন ইন্টারন্যাশনাল, মেসার্স এমডি মালিটমিডিয়া, ছোটদের মেলা, নন্দিনী, বইপোকা, শিশুঘর ও ফুলকি।
 
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।