ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

মানুষ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

আসাদ জামান ও আবু তালহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
মানুষ হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: দেশব্যাপী সহিংস ঘটনায় মানুষ হত্যার প্রতিবাদে ও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি সম্মিলিত সামাজিক উদ্যোগের ব্যানারে এ মানববন্ধন করে।


 
‘আর চাইনা আগুন ধ্বংস কান্না; সহিংসতা ও বর্বরতাকে ধিক্কার জানা’ এ শ্লোগানে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন সামাজিক, ক্রীড়া সংগঠন, প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করে।
 
সুশাসনের জন্য নাগরিক (সুজন) খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাছির উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, সনাতন ছাত্র যুব পরিষদের সভাপতি প্রভাত তালুকদার, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিনিধি শাহাদাৎ হোসেন, ত্রিপুরা স্টুডেন্ট ফোরামের সভাপতি উবিক মোহন ত্রিপুরা ও মারমা স্টুডেন্ট ফোরামের সভাপতি সাপ্রু মারমা প্রমুখ।
 
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র এ টি এম রাশেদ উদ্দিন, খাগড়াছড়ি মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী শেফালিকা ত্রিপুরা, অ্যাডভোকেট রতন কুমার দে, শ্রমিক নেতা রনজিৎ দাশ প্রমুখ।

মানববন্ধন থেকে সহিংসতা বন্ধ ও এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার দাবি জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।