ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলায় ই-তথ্য কেন্দ্রের উদ্বোধন

আসাদ জামান ও আবু তালহা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বইমেলায় ই-তথ্য কেন্দ্রের উদ্বোধন ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা প্রাঙ্গণ থেকে: অমর একুশে গ্রন্থমেলার দশম দিন ই-তথ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. অধ্যাপক শামসুজ্জামান খান।
 
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার তথ্যকেন্দ্রের একটি কম্পিউটারের মাউসে ক্লিক করে ই-তথ্যকেন্দ্রের উদ্বোধন করেন তিনি।


 
এ সময় উপস্থিত ছিলেন ই-তথ্য কেন্দ্রের প্রণেতা একাডেমির গবেষণা ও সংকলন বিভাগের পরিচালক অপরেশ বন্দ্যোপাধ্যায়।
 
উদ্বোধনকালে শামসুজ্জামান খান বলেন, প্রযুক্তির উন্নয়ন ও বিকাশে সব কিছুই এখন প্রযুক্তির আওয়তায় এসেছে। তাই আমরাও আমাদের সাধ্যমতো প্রযুক্তির আওতায় আনার চেষ্টা করেছি। আজকের ই-তথ্য কেন্দ্রের উদ্বোধনও এর একটি উদাহরণ।
 
ই-তথ্য কেন্দ্রের প্রণেতা অপরেশ বন্দ্যোপাধ্যায় বলেন, এটার মাধ্যমে মেলার কোথায় কী আছে একটি ক্লিকের মাধ্যমে জানা যাবে। আশা করছি এটার মাধ্যমে খুব দ্রুত পাঠক, দর্শনার্থী ও ক্রেতাদের তথ্য সরবরাহ করা সম্ভব হবে।
 
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।