ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

প্রথম সপ্তাহের নতুন বই

বইমেলা টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
প্রথম সপ্তাহের নতুন বই ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: কারো ভালো লাগে গল্প, কারো বা উপন্যাস। কারো কারো এসবের বাইরে প্রবন্ধ-নিবন্ধ, ছড়া, অনুবাদ প্রিয়।

যার যাই প্রিয় অমর একুশে গ্রন্থমেলা থেকে বেছে নিতে পারেন পছন্দের বই।

মেলা উপলক্ষে সপ্তম দিন শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত উল্লেখযোগ্য যেসব গল্প-উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ-গবেষণা, ভ্রমণ-জীবনী, শিশু কিশোর, সায়েন্স-ফিকশনসহ বিভিন্ন বই এসেছে পাঠকের সুবিধার্থে নিচে বইয়ের নাম, লেখকের নাম এবং প্রকাশনা প্রতিষ্ঠানের

প্রবন্ধ, নিবন্ধ, গবেষণা

প্রবন্ধ সংগ্রহ-১- মুহাম্মদ হাবিবুর রহমান, মাওলা ব্রাদার্স। সমকালের দর্পণে-যতীন সরকার, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। রেনেসন্স বাংলার রেনেসন্স-গোলাম মুরশিদ, অবসর। বাংলাদেশের সাহিত্যের ইতিহাস (১৯৪৭-২০০০)-শহীদ ইকবাল, আহমদ পাবলিশিং হাউজ। রবীন্দ্রনাথ, গীতাঞ্জলি ও নোবেল পুরস্কার-আহমদ রফিক, অন্যপ্রকাশ। মনসামঙ্গল কাব্যে নাটকের উপাদান- ডক্টর মুস্তাফিজুর রহমান, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। বাংলাদেশের অভ্যুদয়-আবুল মাল আবদুল মুহিত, সময় প্রকাশন। কড়ি থেকে টাকা-বাংলাদেশের ধাতব ও কাগজি মুদ্রার বিবর্তন- সিদ্দিক মাহমুদুর রহমান, সূচীপত্র।

সাহিত্যে শিল্প প্রতিমা- ড. মাহবুব সাদিক, অনুপম প্রকাশনী।

শিল্পাচার্যের ছবি ব্রহ্মপুত্রের জলে বির্জন দেওয়া হোক- বুলবন ওসমান, বাংলাপ্রকাশ। কৌটিল্যের অর্থশাস্ত্র-মানিক মোহাম্মদ রাজ্জাক, নালন্দা। ছড়া কবিতায় ব্যাকরণ-হাসান রাউফুন, অনন্যা। সম্ভাবনার বাংলাদেশ-মোয়াজ্জেম হোসেন চৌধুরী, নন্দিতা প্রকাশ।

উপন্যাস, ছোটগল্প

অদ্বৈত মল্লবর্মণ রচনাবলী-সম্পাদনা- ড. ইসরাইল খান, সূচীপত্র। উপন্যাস সমগ্র ৪-আল মাহমুদ, সময় প্রকাশন। নির্বাচিত গল্প-হাসান আজিজুল হক, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। শ্রেষ্ঠ মানিক বন্দ্যোপাধ্যায়-সম্পাদনা-সৈয়দ আজিজুল হক, অবসর। সুবোধ ঘোষের শ্রেষ্ঠগল্প-সম্পাদনা-রাহেল রাজীব, রোদেলা। সুপ্রভাত বিষণ্নতা-হাসনাত আবদুল হাই, সময় প্রকাশন। শূন্য নভে ভূমি-জ্যোতিপ্রকাশ দত্ত, অন্যপ্রকাশ।

নির্বাচিত গল্প-ওয়াসি আহমেদ, শুদ্ধস্বর। মাকাল লতা-হরিশংকর জলদাস, মাওলা ব্রাদার্স। পুনরুদ্ধার-শাহাবুদ্দিন নাগরী, সময় প্রকাশন। বাগিচা বাজার-মুজিব ইরম, ধ্রুবপদ। মনে পড়ে এই হেমন্তের রাতে-ধ্রুব এষ, সময় প্রকাশন। কালকেউটের সুখ-স্বকৃত নোমান, জাগৃতি প্রকাশনী। আমি আছি কাছাকাছি-সুমন্ত আসলাম, সময় প্রকাশন। শা মঞ্জিল ও প্রিয় সাপের খামার-হুমায়ূন মালিক, প্রকাশক :গ্রন্থ কুটির।

সূর্যঘড়ি-আবুল বাসার, দি রয়েল পাবলিশার্স। পাশা খেললেন ঈশ্বর- অদ্বয় দত্ত, ভাষাচিত্র। সুনীল হুমায়ূন-রফিক উল ইসলাম, বাংলা প্রকাশ। মেঘের পর রোদ-রায়হান আহমেদ, মীরা প্রকাশনা। পূর্ব ফাল্গুনী-রুদ্র শাহীন, অনিন্দ্য প্রকাশ। নদীর নাম ময়ূরাক্ষী-রফিকুল ইসলাম মুকুল, অনিন্দ্য প্রকাশ। মেঘের ওপারে-লোপা কায়সার, অন্য প্রকাশ। বিবিধ রতন-প্রানেশ চৌধুরী, গ্রাফোসম্যাস পাবলি.। কালের নায়ক-গাজী তানজিয়া, অ্যাডর্ন পাবলিকেশন্স। ধরাশায়ী মোখলেস ভাই- বিশ্বজিৎ দাস, অবসর। মায়ার কাজল-হাবিবুর রহমান জুয়েল, কাকলী প্রকাশনী।

কবিতা

দৃশ্যান্তরী মানুষেরা-সৈয়দ শামসুল হক, বাংলা প্রকাশ। রক্ষা করো হে ভৈরব-নির্মলেন্দু গুণ, বিভাস। উড়ে যাওয়া বাতাসের ভাষা-কামাল চৌধুরী, সময় প্রকাশন। কবির বিষণ্ন বান্ধবীরা-মুস্তাফিজ শফি, ভাষাচিত্র। নিরঙ্কুশ ভালোবাসা বলে কিছু নেই-কিবরিয়া পিনু, বিভাস। নক্ষত্র হরফে লেখা কবিতা- মুজতবা আহমেদ মুরশেদ, অনন্যা। মায়াদ্বীপ-শাহেদ কায়েস, ঐতিহ্য। ঢেকে দেবো কোমলতা দেহলতা-নোমান রশীদ, সূচীপত্র।

কুয়াশা ক্যাফে-পিয়াস মজিদ, অন্যপ্রকাশ। নির্বাচিত শতপদ্য-ফারুক মাহমুদ, শুদ্ধস্বর। এই সময়ের কবিতা-সাযযাদ কাদির, সাহস পাবলিকেশন্স। গদ্যপদ্য-তসলিমা নাসরিন, আগামী প্রকাশনী। চাঁদের মাটির টেরাকোটা-চানক্য বাড়ৈ- বিভাস। প্রিয় স্বদেশ-কামাল আতাউর রহমান, সাহিত্যদেশ।

খেরোখাতার পাতা থেকে-মাহবুবুল হক শাকিল, অন্বেষা। নক্ষত্রের আলোয় প্রতীক্ষার প্রহর-মনিরা ফেরদৌস, নন্দিতা প্রকাশ। অলীক ভাবনার খুনসুটি দিল-সৈয়দ রনো, আলপনা প্রকাশনী। সেই ছায়াতল-রাশিদা ইসলাম, অমর প্রকাশনী। ভেবেছিলাম চড়ূইভাতি-মোশতাক আহমদ, পাঠসূত্র।

ভ্রমণ/জীবনী/ অনুবাদ

শেখ মুজিব আমার পিতা-শেখ হাসিনা, আগামী প্রকাশনী। ফিরে দেখা-সালাহ্উদ্দীন আহমদ, অ্যাডর্ন। জীবনস্মৃতি :সব মনে নেই, ওবায়দুল কাদের, সময় প্রকাশন। ক্যাডেটের ডায়েরি-শাকুর মজিদ, অন্যপ্রকাশ। তাজউদ্দীন আহমদ নেতা ও পিতা-শারমিন আহমদ, ঐতিহ্য। সাকিব আল হাসান : আপন চোখে ভিন্ন চোখে-দেবব্রত মুখোপাধ্যায়, ঐতিহ্য। চীনের শ্রেষ্ঠ গল্প-অনুবাদ :ফজল হাসান, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।

বিশ্ব কবিতা-রেজা নূর, অন্যপ্রকাশ। ভারতীয় দর্শন-মূল :সিউ হ্যামিল্টন, অনুবাদ :আরশাদ আজিজ, সূচীপত্র। বিপ্লবী নেতা শেখ মুজিব-শেখ শাহাদাৎ হোসেন, ঐতিহ্য। মৃত্যুঞ্জয়ী মাদার তেরেসা :জীবন ও কর্ম-গোলাম কাদের, অমর প্রকাশনী। বাংলাদেশ নদ নদী ভ্রমণ-লিয়াকত হোসেন খোকন, অনিন্দ্য প্রকাশ। অস্ট্রেলিয়ার পথে পথে-প্রদীপ ঘোষ, মীরা প্রকাশনা।

শিশু-কিশোর/ সায়েন্স ফিকশন

গ্রামের নাম কাঁকনডুবি-মুহম্মদ জাফর ইকবাল, তাম্রলিপি। প্রজেক্ট হাইপার-মোশতাক আহমেদ, অন্যপ্রকাশ। ছায়াবীথির জঙ্গল রহস্য-মাসুদুল হাসান শাওন, সূচীপত্র। কাজের মাঝে অমর যারা-শাহজাহান আবদালী, গ্রন্থকানন। লম্বু জনি-ইকবাল খন্দকার, নওরোজ কিতাবিস্তান। উপমার বাঘমামা- চন্দনকৃষ্ণ পাল, উৎস প্রকাশন। ছানা পোনার সেলফি- আশিক মুস্তাফা, অনিন্দ্য প্রকাশ। সূর্য ও শিউলি-আবুল মোমেন, চন্দ্রদ্বীপ।

অন্যান্য

বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর-ফরিদুর রেজা সাগর, অন্যপ্রকাশ। মুক্তিযুদ্ধ আমার অহংকার-কামাল লোহানী, গ্রন্থকানন। মুক্তিযুদ্ধের ইতিহাস-(সত্য, অসত্য ও অর্ধসত্য)-বিধান মিত্র, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। ৪৩ বছরে গণমাধ্যমের অর্জন বিসর্জন-হাযান শান্তনু, প্লাটফর্ম প্রকাশন। সময়ের দর্পণ-ইফতেখার আহমেদ টিপু, ইত্যাদি গ্রন্থপ্রকাশ। বাংলাদেশী জেনারেলদের মন-মুনতাসীর মামুন, সময় প্রকাশন। অর্ধ পরিবাহীর জগৎ-ফারসীম মান্নান মোহম্মদী, শুদ্ধস্বর।

গোপন রোগের কথা-অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, আহমদ পাবলিশিং হাউজ। পৃথিবীর মহাজাগতিক ভাষা-আসিফ, তাম্রলিপি। মুক্তিযুদ্ধে বড়লেখা-মোস্তফা সেলিম, উৎস প্রকাশন। প্রশিক্ষণ প্রশিক্ষক পরিচয়-দীপু মাহমুদ, সূচীপত্র। ধর্ম নারী ও যৌনতা-শামসুদ্দোহা শোয়েব, শুদ্ধস্বর। গল্পকার শহীদুল জহির- তাশরিক ই হাবিব, কাকলী প্রকাশনী। বাংলা উচ্চারণের নিয়মকানুন-ইকবাল খোরশেদ, মূর্ধন্য অনন্যা।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।