ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলায় মাদারীপুরের দুস্থ মুক্তিযোদ্ধাকে নিয়ে উপন্যাস

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
বইমেলায় মাদারীপুরের দুস্থ মুক্তিযোদ্ধাকে নিয়ে উপন্যাস

অমর একুশে গ্রন্থমেলা ২০১৫-য় প্রকাশিত হয়েছে এহ্‌সান মাহ্‌মুদের প্রথম উপন্যাস ‘একাত্তরের লাল মিয়া’। উপন্যাসটি প্রকাশ করেছে প্লাটফর্ম প্রকাশনী।



‘একাত্তরের লাল মিয়া’ উপন্যাসের কেন্দ্রে রয়েছেন মাদারীপুরের দুস্থ মুক্তিযোদ্ধা মো. লাল মিয়া খান। মুক্তিযোদ্ধা লাল মিয়ার যুদ্ধকালীন সাহস, শঙ্কা ও যুদ্ধপরবর্তী হতাশাকে ঘিরে গড়ে উঠেছে উপন্যাসের কাহিনী।

একজন লাল মিয়ার মধ্য দিয়ে বর্ণিত হয়েছে দেশভাগ, মুক্তিযুদ্ধ ও যুদ্ধপরবর্তী স্বাধীন বাংলাদেশের নাগরিকদের নানা বঞ্চনা ও হতাশার গল্প।

বই হিসেবে প্রকাশের আগে ‘দৈনিক সংবাদ’ উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশ করেছিল। বইটির প্রচ্ছদ সদ্যপ্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকা। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ২০ নাম্বার স্টলে বইটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।