ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলার তথ্য মিলবে দুই কেন্দ্রে

সিনিয়র করেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
বইমেলার তথ্য মিলবে দুই কেন্দ্রে ছবি: আনন্দ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর একুশে গ্রন্থমেলা থেকে: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি দুই জায়গাতেই অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা।
মেলার কোথায় কী আছে-আগতদের তা জানাতে দুই জায়গাতেই তথ্যকেন্দ্র স্থাপন করেছে বাংলা একাডেমি।

আর এ দুই টিমে কাজ করছেন বাংলা একাডেমির ২৬ কর্মকর্তা।

মেলা প্রাঙ্গণে কোথায় কোন স্টলের অবস্থান, প্রতিদিন মেলায় আসা নতুন বইয়ের খবর কিংবা বইয়ের মোড়ক উম্মোচনের তথ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর জানাচ্ছেন তারা।
বাংলা একাডেমি প্রাঙ্গণে বর্ধমান হাউজের সামনে একটি এবং সোহরাওয়ার্দী উদ্যানে মেলায় প্রবেশ মুখের ডানপাশেই স্থাপন করা হয়েছে আরেকটি তথ্যকেন্দ্র।

প্রতিদিন মেলা শুরু হওয়ার পর থেকে শেষ অবধি যাবতীয় তথ্য প্রচার করা হচ্ছে এসব কেন্দ্র থেকে। আর এ কাজটি করছেন বাংলা একাডেমির একঝাঁক নিবেদিত কর্মী।
একাডেমি চত্বরের কেন্দ্রে ড. মো. মুজাহিদুল ইসলামের নেতৃত্বে রয়েছেন ২০জনের একটি টিম। সোহরাওয়ার্দী উদ্যানের তথ্যকেন্দ্রে রয়েছেন আরও ছয় কর্মী। ওই কেন্দ্রের নেতৃত্ব দিচ্ছেন ড. তপন কুমার বাগচী।

মেলায় আসা ক্রেতা দর্শনার্থীদের নানা তথ্য দেওয়ার পাশাপাশি প্রযোজনীয় তথ্য সরবরাহও করছেন তারা।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।