ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

বইমেলায় চতুর্থ দিনে ৫৭টি নতুন বই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪
বইমেলায় চতুর্থ দিনে ৫৭টি নতুন বই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলা ২০১৪ এর চতুর্থ দিনে মোট ৫৭ টি নতুন বই এসেছে মেলায়।

মঙ্গলবার সন্ধ্যায় বইয়ের নাম ঘোষণা করে একাডেমি কর্তৃপক্ষ।



বইগুলোর মধ্যে ১০টি গল্প, ১২টি উপন্যাস, তিনটি প্রবন্ধ, ১৩টি কবিতা, ১টি গবেষণা, ২টি ছড়া, ২টি শিশুসাহিত্য, ২টি জীবনী, ২টি মুক্তিযুদ্ধ, ২টি নাটক, ১টি ইতিহাস, ২ট রম্য/ধাঁধা, ১টি ধর্মীয় এবং ৪টি অন্যান্য মিলিয়ে মোট ৫৭টি বই এসেছে চতুর্থ দিনের মেলায়।

এর মধ্যে অনন্যা প্রকাশনী থেকে ইমদাদুল হক মিলনের উপন্যাস কাঁদছো কেন, রাজকন্যা, আগামী প্রকাশনী থেকে হাসনাত আবদুল হাইয়ের উপন্যাস জয়নাব, পান্না কায়সারের মুক্তিযুদ্ধ: আগে ও পরে, সুমন্ত আসলামের কিশোর উপন্যাস রোল নাম্বার শূন্য, নালন্দা থেকে মান্নান হীরার নাটক সমগ্র, পার্ল পাবলিকেশন্স থেকে মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস টুনটুনি ও ছোটাচ্চু, আনিসুল হকের রম্য রচনা হাসতে হাসতে খুন, সুমন্ত আসলামের উপন্যাস মাঝরাতে সে যখন একা এবং বিভাস প্রকাশনী থেকে নির্মলেন্দু গুণের রাজনৈতিক কবিতা, স্মৃতি কথা রক্তঝরা নভেম্বর ১৯৭৫ ও একুশের একুশ কবিতা প্রকাশিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।