ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বইমেলা

শাহবাগ আন্দোলন নিয়ে কামরুজ্জামান জাহাঙ্গীরের উপন্যাস

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
শাহবাগ আন্দোলন নিয়ে কামরুজ্জামান জাহাঙ্গীরের উপন্যাস

অমর একুশে গ্রন্থমেলায় (২০১৪) কথাসাহিত্যিক কামরুজ্জামান জাহাঙ্গীরের তিনটি বই প্রকাশিত হবে। শুদ্ধস্বর থেকে উপন্যাস ‘দেশ-বাড়ি : শাহবাগ’, আগামী প্রকাশনী থেকে সাক্ষাৎকার সংকলন ‘কথা’র কথা’ এবং জোনাকি প্রকাশনী থেকে প্রকাশিত হবে তার গল্পগ্রন্থ ‘ভালোবাসা সনে আলাদা সত্য রচিত হয়’।



যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শুরু হওয়া শাহবাগ আন্দোলনকে কেন্দ্র করে রচিত হয়েছে উপন্যাস দেশ-বাড়ি : শাহবাগ। সাম্প্রতিক এ জাতীয় প্রেক্ষাপট নিয়ে রচিত উপন্যাস সম্পর্কে জানতে চাইলে কামরুজ্জামান জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, ‘সেই এক আওয়াজ এসেছিল আমাদের জীবনে, যে আওয়াজ এক-এক স্লোগান থেকে উত্থিত। যাকে আমরা আমাদের জীবনের অংশ করে নিতে পেরেছিলাম। আমরা এর অংশ হয়ে থাকতে চাই।

এ বড়ো চমৎকার বিষয় যে এমন এক আন্দোলন, বাসনা, চাওয়া-পাওয়া আমাদের সমাজে আছে। তারা মুক্তির যুদ্ধ চায়। তারা স্বাধীনতাবিরোধীদের বিচার চায়। তারা এক-একটা শাহবাগ চায়। সেই চাওয়ার ভিতরই একদা আমাদের জীবনে একটা আন্দোলন আসে। সারাদেশে সেই আন্দোলনের ঢেউ লাগে। মানুষ তাতে হুড়মুড় করে সামিল হয়। যেন আরেক মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আমাদের জীবনে। সেই জীবনেরই এক বয়ান হচ্ছে এ উপন্যাস দেশ-বাড়ি শাহবাগ। ’

অপর বই কথা’র কথা মূলত বিভিন্ন সময় কামরুজ্জামান জাহাঙ্গীরের নেওয়া বিভিন্ন কথাসাহিত্যিকদের সাক্ষাৎকারের সংকলন। বইটিতে স্থান পাচ্ছে হাসান আজিজুল হক, জ্যোতিপ্রকাশ দত্ত,  মনিরা কায়েস, শহীদুল জহির, মামুন হুসাইন, মহিবুল আজিজ, সেলিম মোরশেদ, কাজল শাহনেওয়াজ ও শাহাদুজ্জামানের সাক্ষাৎকার।

কথা’র কথা প্রসঙ্গে কামরুজ্জামান জাহাঙ্গীর বাংলানিউজকে বলেন, ‘সাক্ষাৎকার হচ্ছে পরস্পরকে পরিচয় করানোর এক প্রক্রিয়ার নাম, এখানে সাক্ষাৎকারদাতা আর গ্রহীতার ব্যক্তিত্ব পুনঃনির্মিত হয়। ফলত, এটি এমন এক কার্য যা সংস্কৃতির একটা অপরিহার্য অংশ হয়ে থাকে।

এখানে যে দশটি সাক্ষাৎকার আছে এর প্রায় সবগুলিই আমার সম্পাদনায় কথাসাহিত্যের ছোটকাগজ কথা’য়  ছাপা হয়েছে। হাসান আজিজুল হকের দ্বিতীয় সাক্ষাৎকারটি চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ-এর সাহিত্যপাতায় ছাপা হয়। জ্যেতিপ্রকাশ দত্তের সাক্ষাৎকারটি ওয়েবম্যাগাজিন গল্পপাঠ-এ ছাপা হয়। ’

গল্পগ্রন্থের নাম ভালোবাসা সনে আলাদা সত্য রচিত হয়। আলাদা এ সত্য নির্মাণের পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে কামরুজ্জামান জাহাঙ্গীর বলেন, ‘ভালোবাসা কোনো এক খণ্ডিত জীবনে সৃজিত হয় না। তা হয়তো এক গল্পের বিষয়ও নয়, অনেক গল্পের তা। হয়তো তা কোনো গল্পেরও নয়, কেবলই জীবনের। তবে ভালোবাসার সত্য আলাদা, আলাদা করেই তা পাঠ করতে হয় কিংবা চিহ্নিত করতে হয়। ’

তিনি বলেন, ‘বিনীতা, নন্দিতা, পান্না, স্বপ্নাহার, প্রিয়া, বা অন্য কেউ সেই ভালোবাসাকে চিনতে পারেন, বা অন্য কেউ আন্দাজ করতে পারেন। অথবা সবই সন্দেহ বা নজরদারীর ব্যাপার। এ গল্প সবার, হয়তো কারও নয়... এ গল্প যে লেখে তার নয়, যার জন্য লেখা হয় তারও নয়, হয়তো ভালোবাসার সত্য এখানে রচিতই হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: তানিম কবির, বিভাগীয় সম্পাদক শিল্প-সাহিত্য

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।