ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বইমেলা

মাহবুবুর রহমান তুহিনের ‘সময়ের সংলাপ’ বইমেলায়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
মাহবুবুর রহমান তুহিনের ‘সময়ের সংলাপ’ বইমেলায়

ঢাকা: আমাদের জীবনযাপনের এসব দিনরাত্রির কথাগুলোই 'সময়ের সংলাপ'। লিখেছেন মাহবুবুর রহমান তুহিন।

বইমেলায় সবাই চাইছে 'সময়ের সংলাপ'।

কেন সবার চাওয়া? জানতে চাইলে একজন জানালেন, 'সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চলে হয়, কি কাজ করেছি আর কি কথা ভেবেছি'। কাল ধাবমান। সময় বহমান। কালের খেয়া বয়ে চলে সারাবেলা। প্রতিমুহূর্তেই বেজে ওঠে সময়ের ঘড়ি। আর সময়ের সমষ্টিই জীবন। তাই সময় আর জীবন এক সত্ত্বার অভিন্ন রূপায়ন। আমাদের জীবনযাপনের এইসব দিনরাত্রির কথাগুলোই 'সময়ের সংলাপ'।

প্রকাশক অনার্য পাবলিকেশন্সের সত্ত্বাধিকারী শফিক রহমান বলেন, সময়ের চোখ খোলা, হাত বাঁধা নেই। তাই কালের যাত্রার ধ্বনি শুনতে শুনতেই সংলাপ সাজে মনের মুকুরে। তখন সংলাপগুলো হয়ে ওঠে  মনের আয়না। এ আয়না কোনো বায়না রাখে না। তাই সংলাপগুলো নিঃসঙ্গ ফেরিওয়ালা; যে প্রার্থনা করে সাহসী পুরুষের।  

অনার্য পাবলিকেশন্সের এ বইটির প্রচ্ছদ এঁকেছেন প্রীতম আদিত্য রায়। পাওয়া যাচ্ছে বইমেলার ৪৯৮-৫০১ স্টলে।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
এমআইএইচ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।