ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে মশাল মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, মে ২২, ২০২২
খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে মশাল মিছিল

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মশাল মিছিল করেছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার (২১ মে) রাতে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় এয়ারপোর্ট রোডে এই মশাল মিছিল করা হয়।

 

ঝটিকা এই মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, সরকারের সময় শেষ হয়ে গেছে। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে এমন বক্তব্য শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত নয় চরম প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমরা প্রধানমন্ত্রীর এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

মশাল মিছিলে বিএনপি নেতা তারিকুল ইসলাম তেনজিং, জাকির হোসাইন, জিএস কামাল, ফারুক হোসেন, মোক্তাদিরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হোসেনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, মে ২২, ২০২২
এমএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।