ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবি ছাত্রদলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুন ২১, ২০২০
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের বেতন মওকুফের দাবি ছাত্রদলের

নারায়ণগঞ্জ: বর্তমান করোনা ভাইরাসের কারণে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের বেতন মওকুফের পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের বেতনের উপর নির্ভর করে থাকা শিক্ষকদের বেতনের ঘাটতি সরকারি তহবিল থেকে পূরণের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদল।    

রোববার (২১ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন জসিম উদ্দিনের হাতে ছাত্রদলের পক্ষে স্মারকলিপি তুলে দেন জেলা ও মহানগর ছাত্রদল নেতারা।

মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শিক্ষক ছাত্রদের পক্ষে এ স্মারকলিপি দিয়েছি।

আমরা সবসময় ছাত্র শিক্ষকদের নৌতিক দাবির পক্ষে ও তাদের নৈতিক অধিকার আদায়ে কাজ করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব, মহানগর ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান বাবু, সহ সভাপতি কামরুল হাসান মাসুদ, যুগ্ম সম্পাদক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, আরিফ খান, সহ দপ্তর সম্পাদক হাসানুজ্জামান লিমন, ছাত্রদল নেতা আশরাফুল, আতা ই রাব্বি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জুন ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।