ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

কবিরহাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
কবিরহাটে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলায় কলিমদ্দী পোল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিকশা খাদে পড়ে আব্দুর রব প্রকাশ মিয়া ব্যাপারী (৪৫) নামে স্থানীয় এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে বসুরহাট-কবিরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আব্দুর রব কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম সোনাদিয়া গ্রামের মনির আহম্মদের ছেলে।

তিনি ওই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।  

ওই উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক মোতাহের হোসেন জাহাঙ্গীর বাংলানিউজকে জানান, দুপুরের দিকে নিজের অটোরিকশা নিয়ে কবিরহাট বাজারের দিকে আসছিলেন আব্দুর রব। পথে ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে রিকশারটির ব্যাটারির আঘাতে মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।