ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ঢাকা উত্তরের ৩১ নম্বর ওয়ার্ডে ত্রাণ দিল বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
ঢাকা উত্তরের ৩১ নম্বর ওয়ার্ডে ত্রাণ দিল বিএনপি মোহাম্মদপুর থানা বিএনপির নেতাদের খাদ্যসামগ্রী বিতরণ। ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে গরীব অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন মোহাম্মদপুর থানা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (১৮ এপ্রিল) বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের উদ্যোগে এই খাদ্য সামগ্রী দেওয়া হয়।

মোহাম্মদপুর থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইউসুফ আলী বলেন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশনায় মোহাম্মদপুর থানা, আদাবর থানা ও শেরেবাংলা নগর থানা এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে দৈনিক খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তারই অংশ হিসেবে শনিবার ৩১ নং ওয়ার্ডের প্রায় ২০০ জন হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

থানা বিএনপি নেতা জামাল হোসেন টুয়েল বলেন, আমরা এক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকার সাবেক ডেপুটি মেয়র আব্দুস সালামের অর্থায়নে এলাকার গরীব মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করছি। আরও এক সপ্তাহ মোহাম্মদপুরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়া হবে। প্রতিজনকে চার কেজি চাল, দুই কেজি আটা, তিন কেজি আলু, এক কেজি ডাল ও আধা কেজি ভোজ্য তেল দেওয়া হচ্ছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ আলী ও সাধারণ সম্পাদক ওমর ফারুক।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২০
এমএইচ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।