ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

একুশের প্রেরণা থেকে ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে: ইশরাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
একুশের প্রেরণা থেকে ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে: ইশরাক

ঢাকা: ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকে ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন  সদ্য সমাপ্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গিয়ে এ কথা জানান ইশরকা।  

ইশরাক বলেন, ভাষা আন্দোলনের অনুপ্রেরণা থেকেই মুক্তিযুদ্ধ হয়েছিল।

আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ। ১৯৫২ সালে যাদের সর্বোচ্চ ত্যাগে আমরা ভাষা পেয়েছি আমি তাদের শ্রদ্ধা জানাই।  

‘এখন আমাদের কোনো ভোটাধিকার নেই। এর জন্য আন্দোলন করতে হবে। ভাষা আন্দোলনের সেই অনুরপ্রেরণা থেকেই আমাদের এটি করতে হবে। তাই আমি সবাইকে আহ্বান জানাই, এই অনুপ্রেরণা থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করে যেতে হবে। ’

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২০
এসএইচএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।