ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৯
নয়াপল্টনে বিএনপি অফিসের সামনে অতিরিক্ত পুলিশ

ঢাকা: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ সদস্যদের দেখা যায়।  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ কর্মসূচি রয়েছে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের।

ধারণা করা হচ্ছে যুবদলের কর্মসূচি থাকার কারণেই বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি সাদাপোশাকে গোয়েন্দা সংস্থারও অতিরিক্ত সদস্যরা অবস্থান করছেন।  

যদিও যুবদল তাদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি কোন এলাকায় পালন করবে তা জানায়নি।

যুবদলের কেন্দ্রীয় নেতা গিয়াসউদ্দিন মামুন বাংলানিউজকে বলেন, বিক্ষোভ কোন এলাকায় হবে তা এখনো ঠিক হয়নি।           

এদিকে বিএনপির দলীয় কার্যালয়ের ভেতরে যৌথসভা শুরু হয়েছে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করছেন। সভা শেষে মহাসচিবের ব্রিফিং করার কথা রয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আজ তাদের একটি কর্মসূচি রয়েছে। এজন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষার্থে সেখানে পুলিশ সবসময় মোতায়েন থাকে, এখনও রয়েছে। কেউ যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করে পুলিশ তখন আইন অনুযায়ী কাজ করবে।

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৯
এমএইচ/এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।