ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপি

নজরুল ইসলাম খান হাসপাতালে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
নজরুল ইসলাম খান হাসপাতালে নজরুল ইসলাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে

ঢাকা: অসুস্থ হয়ে পড়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৬ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়রুল কবির বলেন, নজরুল ইসলাম মঙ্গলবার রাতে বাসায় অসুস্থ হয়ে পড়েন।

পরে তাকে রাত ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে ভুগছেন নজরুল ইসলাম। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের স্মরণসভা থেকে বাসায় ফেরার সময় গাড়িতে বমি করেন। এরপর বাসায় গিয়ে আরও অসুস্থ হলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।  

স্বামীর রোগমুক্তির জন্য দলীয় নেতাকর্মীসহ সবার কাছে দোয়া চেয়েছেন নজরুল ইসলাম খানের স্ত্রী।  

বাংলাদেশ সম: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।