ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ফাহাদ হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ফাহাদ হত্যার প্রতিবাদে সিলেটে ছাত্রদলের বিক্ষোভ

সিলেট: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ-মিছিল করেছে এমসি ও মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে পৃথকভাবে এ বিক্ষোভ-মিছিল বের করেন সিলেট এমসি কলেজ ও মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এমসি কলেজ ছাত্রদল নেতা আতিকুল ইসলাম নাঈম ও মহানগর ছাত্রদলের সাবেক সদস্য এবং এমসি কলেজ ছাত্রদল নেতা সৈয়দ মিনহাজের নেতৃত্বে বিক্ষোভ-মিছিলে উপস্থিত ছিলেন- এমসি কলেজ ছাত্রদল নেতা সায়েব খান, এম রায়হান, জুনায়েদ আহমদ, সুহেল আহমদ, রাসেল আহমদ, সাজন আহমদ, সৈয়দ শাহ নুর, জাসিম আহমেদ রাফি, শাহরিয়ার হোসেন জাফরুল, অনিক আহমদ শিমূল, ফাহিম শেখ নিলয়, সাইফুল ইসলাম, শাহ আলম, মো. আব্দুল্লাহ, ফাহিম আহমদ, আবির আহমদ, রিপন ঋষি, আহমেদ মারওয়ান, জুবেল আহমদ, আরিশাত আহমদ, ইমন, সুমন দেওয়ান, মাহিন আহমদ, আমিন আহমদ, বাবু প্রমুখ।

 
 সিলেট মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ-মিছিল, ছবি: বাংলানিউজএদিকে মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও মদনমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল নেতা মুক্তার আহমেদ মুক্তারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সাইদুর রহমান সাঈদের পরিচালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আতিকুর রহমান ফয়সল, কাওসার চৌধুরী, আরিফ চৌধুরী, মিনহাজ আলম, শেখ নুর উদ্দিন, নাজিব আহমেদ, কামরান উদ্দিন অপু, সানোয়ার আহমদ, মিহাদ আহমেদ, রেদওয়ান আহমেদ লাদিম, আবু নাছের অপু, নোমান আহমেদ, আব্দুল আহাদ আজাদ, তাওহিদুল ইসলাম, মাসুদ, সুমন, হাসনাথ, মাছুম, রতন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।