ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

২০ দলীয় জোটের বৈঠক বৃহস্পতিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৯
২০ দলীয় জোটের বৈঠক বৃহস্পতিবার ২০ দলীয় জোট

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক বৃহস্পতিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

এই দিন সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।

বুধবার (৯ অক্টোবর) রাতে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ২০ দলীয় জোটের সমন্বয়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বরাদ দিয়ে বাংলানিউজকে এ তথ্য জানান।

শামসুদ্দিন দিদার বলেন, নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বৈঠকে জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।  

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৯
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।