ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ফোরামের নতুন কমিটি: বিএনপিপন্থী আইনজীবীর কক্ষ ভাঙচুর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৯
ফোরামের নতুন কমিটি: বিএনপিপন্থী আইনজীবীর কক্ষ ভাঙচুর কাচ ভাঙচুর, ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপিপন্থী আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক কমিটিতে স্থান না পাওয়ায় সুপ্রিম কোর্ট বারের একটি কক্ষে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (০৭ অক্টোবর) নতুন আহবায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে স্থান পাওয়া ব্যারিস্টার কায়সার কামালের সুপ্রিম কোর্ট বার ভবনের নিচতলার ১১০ নম্বর চেম্বার কক্ষ ভাঙচুর করেন পদবঞ্চিতরা।

গত ৩ অক্টোবর (বৃহস্পতিবার) জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা ও আইনজীবী ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

খন্দকার মাহবুব হোসেন বিএনপির ভাইস চেয়ারম্যানও।

এ আহ্বায়ক কমিটিতে বিএনপিপন্থী অনেকে স্থান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

সোমবার বিক্ষুব্ধ কয়েকজন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের কক্ষের কাচের দরজায় লাথি মেরে ভাঙচুর করেন।

সেখান থেকে তারা মিছিল নিয়ে দুতলায় যান। মিছিলে তারা পকেট কমিটি মানি না, চেম্বার কমিটি মানি না বলে স্লোগান দেন।

এ বিষয়ে খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, এটা কারও ব্যাক্তিগত দ্বন্দ্বের কারণে কি-না বা অন্য কোনো কারণে কি-না, সেটা দেখতে হবে। এ বিষয়ে দলীয়ভাবে বিস্তারিত খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৯
ইএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।