ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

সিলেটে ছাত্রদলের ৫ নেতাকর্মী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
সিলেটে ছাত্রদলের ৫ নেতাকর্মী গ্রেফতার

সিলেট: নাশকতা মামলায় সিলেটে ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১ অক্টোবর) দিনগত রাতে জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলা সদর থেকে তাদের গ্রেফতার  করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহমেদ জাবেদ, যুগ্ম আহ্বায়ক রফিকুল হাসান চৌধুরী সুজন ও দিনার আহমেদ শাহ, সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি বাবর আহমেদ এবং ছাত্রদল নেতা মেহদী ইসলাম চৌধুরী শাহী।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বাংলানিউজকে বলেন, ২০১৮ সালে মিছিল থেকে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা দু’টি মামলায় তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।