ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে পরিবারের সদস্যরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতে পরিবারের সদস্যরা

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গেছেন তার পরিবারের পাঁচ সদস্য।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ১০ মিনিটের দিকে বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন তারা। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

পাঁচ সদস্যের মধ্যে রয়েছেন- খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম ও তার স্বামী রফিকুল ইসলামসহ চারজন। সর্বশেষ গত ৩০ আগস্ট পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন।

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি। শারীরিক অসুস্থতার কারণে গত ১ এপ্রিল থেকে কারা হেফাজতে বিএসএমএমইউ হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।