ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে

রাঙামাটি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেছেন, সরকার বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে। এজন্য খালেদা জিয়াকে আইনিভাবে মুক্ত করা যাচ্ছে না। সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত রাঙামাটির জেলা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামীম বলেন, দেশে আজ অরাজকতা বিরাজ করছে।

দুর্নীতির করাল গ্রাসে দেশ আজ পঙ্গু হয়ে পড়ছে। আর দেশকে এগিয়ে নিতে হলে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।

জেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ হারুন, সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ দায়িত্ব) জালাল উদ্দীন মজুমদার, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দিপেন দেওয়ান, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙামাটির সাবেক পৌর মেয়র সাইফুল চৌধুরী ভুট্টো।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।