ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

জিয়ার সমাধিতে বিএনপি নেতাদের শ্রদ্ধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
জিয়ার সমাধিতে বিএনপি নেতাদের শ্রদ্ধা

ঢাকা: পবিত্র ঈদুল আজহার দিনে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।

সোমবার (১২ আগস্ট) দুপুরে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী জিয়ার মাজারে যান। সেখানে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

এ সময় ড. মোশাররফ সাংবাদিকদের বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদুল আজহায় সারাদেশের মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে এখানে এসেছি। যেহেতু আমাদের নেত্রী আমাদের পাশে নেই। অন্যায়ভাবে আমাদের নেত্রীকে কারাগারে রাখা হয়েছে।

তিনি বলেন, আজকে দেশের বেশিরভাগ এলাকা বন্যায় আক্রান্ত। সারাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। ডেঙ্গু আতঙ্কে বেশিরভাগ মানুষ আতঙ্কিত। দেশের মানুষের মনে ঈদের আনন্দ নেই। বিএনপি পরিবারের মধ্যেও ঈদের আনন্দ নেই।

এ সময় উপস্থিত ছিলেন- স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এমএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।