ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

বিএনপি

সড়ক দুর্ঘটনায় টেকনাফ যুবদল নেতা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
সড়ক দুর্ঘটনায় টেকনাফ যুবদল নেতা নিহত

কক্সবাজার: কক্সবাজারের মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় আহত টেকনাফ উপজেলা যুবদল নেতা রাশেদ হোসাইন চৌধুরীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দিনগত রাত ১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, এর আগে একইদিন রাত ১১টার দিকে মোটরসাইকেল যোগে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে আসার সময় রেজু খাল ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন টেকনাফ উপজেলা যুবদলের সহ-সভাপতি রাশেদ হোসাইন চৌধুরী।

এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে তার মৃত্যু হয়।

নিহত রাশেদ হোসাইন চৌধুরী টেকনাফ উপজেলার হোয়াক্ষ্যং ইউনিয়নের উলুবনিয়া রাস্তার মাথা এলাকার হাজী সুলতান আহমদের ছেলে।  

টেকনাফ উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন জানান, বৃহস্পতিবার (১৮ জুলাই) আসরের নামাজের পর উলুবনিয়া জামে মসজিদ মাঠে রাশেদ হোসাইন চৌধুরীর নামাজা জানাজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।