ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি খালেদা জিয়া

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি খালেদা জিয়া

ঢাকা: একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বীর সেনানীদের অংশগ্রহণে রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ‘মুক্তিযোদ্ধা সমাবেশে’র আয়োজন করা হয়েছে। 

শনিবার (২৩ ডিসেম্বর) বিএনপির পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

 

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।  

এছাড়া বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।