ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

বিএনপি

ইসি গঠনে খালেদার রূপরেখা নিয়ে ময়মনসিংহে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ইসি গঠনে খালেদার রূপরেখা নিয়ে ময়মনসিংহে সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রস্তাবিত রূপরেখা নিয়ে সেমিনার করেছে ময়মনসিংহ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

ময়মনসিংহ: নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া প্রস্তাবিত রূপরেখা নিয়ে সেমিনার করেছে ময়মনসিংহ ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

সোমবার (১২ ডিসেম্বর) নগরীর নতুনবাজার সি-ফুড রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর নার্গিস আক্তারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জাহিদ হোসেন উৎপলের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু ও কোষাধ্যক্ষ রতন আকন্দ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
এমএএএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।