ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

রাণীনগরে রূপালী ব্যাংকের ৫৮৫তম শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
রাণীনগরে রূপালী ব্যাংকের ৫৮৫তম শাখা উদ্বোধন

ঢাকা: রূপালী ব্যাংক লিমিটেডের ৫৮৫তম রাণীনগর শাখা ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নওগাঁ জেলার রাণীনগরে সম্পূর্ণ অনলাইন সুবিধা নিয়ে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৮৫তম রাণীনগর শাখা ভার্চ্যুয়ালি উদ্বোধন করা হয়েছে।  

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন শাখার উদ্বোধন করেন। এতে অন্যান্যদের মধ্যে ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর বক্তব্য দেন।  

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম কাজী আবদুর রহমানের সভাপতিত্বে জিএম মো. মজিবর রহমান, গোলাম মর্তূজা, সালমা বানু,শচীন্দ্র নাথ সমাদ্দার, তাহমিনা আখতার, ইয়াছমিন বেগম, মো. ওয়াহিদুল ইসলাম, ইকবাল হোসেন খাঁ, মোহাম্মদ শাহেদুর রহমান, ডিজিএম মাহবুবুল ইউনুসসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।