ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

‘ব্যাংকের বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন’ বিষয়ক কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
‘ব্যাংকের বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন’ বিষয়ক কর্মশালা

ঢাকা: ‘ব্যাংকের বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন’ শীর্ষক এক অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব আহমেদ জামাল।

এতে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএম-এর সহযোগী অধ্যাপক এবং পরিচালক (প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা সিএফএ। সভাপতিত্ব করেন বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান।

কর্মশালায় গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএম-এর অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. শাহ মো. আহসান হাবীব। সাত সদস্যের গবেষণা দলে অন্যান্যের মধ্যে ছিলেন—বিআইবিএম-এর সহকারী অধ্যাপক অন্তরা জেরীন, সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদ ও সহকারী অধ্যাপক রাহাত বানু, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. মোকাদেম আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদুর রহমান, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ টি এম নেসারুল হক।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ড. বরকত-এ-খোদা, বিআইবিএমের সুপারনিউমারারি প্রফেসর মো. আহসান উল্লাহ, ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়রা আজম, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অতিরিক্তি ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খান।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল বলেন, কোভিড-১৯ এর কারণে ব্যাংকের বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ আর্ন্তজাতিক বাণিজ্যের বিধির ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে। বিল অব এন্ট্রি জমা দেওয়াসহ কয়েকটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।

সমাপনী বক্তব্যে বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান বলেন, যেসব সুপারিশ এবং মন্তব্য আসছে, তা গবেষণা প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে, যা বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য প্রতিষ্ঠান বা সংস্থাগুলোর নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
এমআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।