ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এজিএম অনুষ্ঠিত  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মে ৫, ২০২১
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এজিএম অনুষ্ঠিত   ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের এজিএম অনুষ্ঠিত  

ঢাকা: ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৪ মে) ভার্চ্যুয়াল প্লাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়।

 

ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিসিএমএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. কামাল উদ্দিন এতে সভাপতিত্ব করেন।  

সভায় ইসলামী ব্যাংক ও আইবিসিএমএলের পরিচালক মো. জয়নাল আবেদীন, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল মানেজিং ডিরেক্টর ও আইবিসিএমএলের পরিচালক কায়সার আলী ও মো. ওমর ফারুক খান, ইসলামী ব্যাংকের সিএফও ও আইবিসিএমএলের পরিচালক মো. আশরাফুল হক, এফসিএ এবং আইবিসিএমএলের শেয়ারহোল্ডারদের মধ্যে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন, আরডিএস ও ইউপিডিএস প্রজেক্ট ইনচার্জ মো. সালেহ ইকবাল, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হুসাইন, আইবিসিএমএলের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএ কোম্পানি সচিব আবু সাঈদ মো. নাহিদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত বছরের আর্থিক বিবরণী অনুমোদিত হয়।  

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, মে ০৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।