ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

গাইবান্ধায় এনআরবিসি ব্যাংকের ১০ উপশাখার কার্যক্রম শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
গাইবান্ধায় এনআরবিসি ব্যাংকের ১০ উপশাখার কার্যক্রম শুরু

ঢাকা: প্রান্তিক জনগোষ্ঠীকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় আনতে গাইবান্ধা জেলায় ১০টি উপশাখার কার্যক্রম শুরু করেছে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড ।  

বুধবার (৩১ মার্চ) ওই ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রোববার (২৮ মার্চ) প্রধান অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল জেলার প্রফেসর কলোনী, বামনজল, কালির  বাজার, পশু হাসপাতাল রোড, ভরতখালী, দাড়িয়াপুর, সাদুল্লাপুর, বোনারপাড়া, লক্ষ্মীপুর এবং ঢোলভাঙ্গা উপশাখার কার্যক্রমের উদ্বোধন করেন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রাসেল আহম্মেদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পৌরসভার মেয়র মো. মতলুবুর  রহমান।  

অনুষ্ঠানে ব্যাংকের চিফ ফিনান্সিয়াল অফিসার (সিএফও) হারুনুর রশিদ, সাপোর্ট  সার্ভিসেস অ্যান্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।