ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ব্যাংকিং

সোনালী ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত, শিল্প ভবন শাখা বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
সোনালী ব্যাংক কর্মকর্তা করোনা আক্রান্ত, শিল্প ভবন শাখা বন্ধ

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংকের রাজধানীর শিল্প ভবন শাখার একজন কর্মকর্তা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। পরে ওই শাখার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শাখাটির সব গ্রাহক পার্শ্ববর্তী দিলকুশা শাখায় ব্যাংকিং করতে পারবেন।

সোমবার (২০ এপ্রিল) সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক জাকির হোসেন খান বাংলানিউজকে বলেন, একজন কর্মকর্তার করোনা ভাইরাস (কোভিড-১৯) পজিটিভি হওয়ায় সোমবার শিল্প ভবন শাখার কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

শিল্প ভবন শাখার গ্রাহকদের মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে পার্শ্ববর্তী দিলকুশা করপোরেট শাখা থেকে জরুরি সেবাগুলো গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২০
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।