ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

ব্যাংকিং

এক্সিম ব্যাংক-ডিআইইউর মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
এক্সিম ব্যাংক-ডিআইইউর মধ্যে চুক্তি ডিআইইউ ও এক্সিম ব্যাংকের কর্মকর্তারা।

ঢাকা: ছাত্রছাত্রীদের ভর্তি ফি, সেমিস্টার ফিসহ সব ধরনের টিউশন ফিস গ্রহণের জন্য এক্সিম ব্যাংক ও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ব্যাংক থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি (বুধবার) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া এবং ডিআইইউর পক্ষে সই করেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাসটিজের ভাইস চেয়ারম্যান শহিদুল কাদের পাটোয়ারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবীর, শাহ্ মো. আব্দুল বারী এবং ডিআইইউর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কে এম মহসীন, ট্রেজারার প্রফেসর ড. মো. মাইনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।