ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ব্যাংকিং

তিনদিন এগিয়ে ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৮
তিনদিন এগিয়ে ব্যাংক ক্লোজিং ২৭ ডিসেম্বর

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে দেশের ব্যাংকিং খাতের ক্লোজিংয়ের দিন তিনদিন এগিয়ে আনা হয়েছে। বিগত সময়ে ৩০ ডিসেম্বর ব্যাংক ক্লোজিং করা হলেও এবছর করা হবে ২৭ ডিসেম্বর।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।

এতে বলা হয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ৩০ ডিসেম্বর নির্ধারণ করায় উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চলতি বছরে সব তফসিলি ব্যাংকের বার্ষিক হিসাব ক্লোজিং ২৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

তবে ৩১ ডিসেম্বর যথারীতি ব্যাংক হলিডে অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।